কোনো ছেলে অথবা মেয়েকে অনেক কয়বার প্রোপোজ করার পরও সেই প্রোপোজটা যদি ফিরিয়ে দেয় তাহলে মনে করবেন না সে আপনাকে দাম দেখাচ্ছে অথবা ছোট করে দেখছে। হতে পারে সে কোনো এক সম্পর্কের জন্য নিজের কাছেই প্রতিশ্রুতিবদ্ধ...!! এটা কাউকে ভালোবেসেই তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এমনটা তো নাও হতে পারে ।
এখন হয়তো অনেকেই বলবেন তাহলে সে কেমনে এবং কেনো নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যদি না তার সঙ্গী না থাকে....?? তাহলে আমি বলবো নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা সে হয়তো চাইছে না নিজেকে এই অসময়ে কাউকে ভালোবেসে নিজের সুন্দর ভবিষ্যৎ জীবনসঙ্গীর হকটাকে নষ্ট করতে....!!
তার চিন্তাভাবনা হয়তো একটু অন্যরকম। সেই ছেলে অথবা মেয়েটা চাচ্ছে না তার জীবনের প্রথম ভালোবাসার অনুভূতিটা যেনো ব্যর্থ না হয়। অর্থাৎ সে আপনাকে ভালোবেসে সব বিসর্জন দিয়ে দিলো কিন্তু আপনাকে পেলো না। আর তাই হয়তো সে নিজের জীবনের প্রথম ভালোবাসার অনুভূতিকে অসময়ে ব্যবহার করে নিজের হককে নয় তার ভবিষ্যৎ জীবনসঙ্গীর হকটাকে নষ্ট না করার প্রতিশ্রুতিবদ্ধ...!!
কিন্তু আমরা বেশি আবেগী ছেলেমেয়েরা নিজের আবেগটাকেই প্রাধান্য দেয় বেশি। অন্যের অনুভূতিটাকে আজও আমরা সম্মান দিতে শিখি নাই। কেননা আমরা আমাদের মিথ্যে আবেগের উপর অটুট থাকি। যেমনটা আমরা বিবেকহীনদের মতো বলি ওকে যদি আমি না পাই, তাহলে অন্য কারোরই হতে দিবো না....!! কি অদ্ভুত ভালোবাসার দাবীদার আমরা তাই না...??
আপনি এইরকম করেন কারন আপনি আপনার নিজের উপর প্রতিশ্রুতিবদ্ধ নয়। কেননা আপনি বারবার সাময়িক মোহের তাড়নায় পড়ে আবেগের বশবর্তী হয়ে নিজের হক এবং আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গীর হকটাকেও নষ্ট করে দিচ্ছেন। আপনি প্রথম ভালোবাসার অনুভূতিটাকে হেলাফেলা করে কাটিয়ে দিয়ে আসল অনুভূতির সময় আর ঐরকম মনোমুগ্ধকর খাঁটি ভালোবাসার অনুভূতিটাকে উপলব্ধি করতে পারেন না।
এখন হয়তো অনেকেই বলবেন প্রথম ভালোবাসার অনুভূতিটা যদি প্রথম প্রোপোজেই শেষ হয়ে যায় তাহলে কেমনে কি...?? সত্যি কথা বলতে এই প্রশ্নটা আমার কাছেও খটকা লাগছে! তারপরও বলবো আপনি যদি অপর পক্ষের আবেগ ও অনুভূতিটাকে সম্মান দিতে পারেন তাহলে আপনার প্রথম ভালোবাসার অনুভূতিটাও ভার্জিনই থেকে যাবে।
বর্তমান এই প্রেমময় আধুনিক যুগেও অনেক ছেলেমেয়ে আছে যারা নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ । তারা মিথ্যে মায়ায় পড়ে নিজের অনুভূতিটাকে সস্তা করে দেয় না। তাদের অনুভূতিটাকে পুজি করে রাখে নিজের যোগ্য ব্যক্তিকে উৎসর্গ করার জন্য । আর এটার মধ্যে সত্যিই একটা আনন্দ কাজ করে যা প্রকাশ করা যায় না। কিন্তু উপলব্ধি করা যায় আনন্দের সাথে।
আপনি যখন নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হবেন নিজের অনুভূতিটাকে নিজের কাছেই রাখেন তখন দেখবেন মাথার থেকে পাগলামী চলে গেছে। তাই নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার চেস্টা করুন।
আপনি যদি নিজের কাছেই প্রতিশ্রুতিবদ্ধ হতে না পারেন তাহলে অন্যের কাছে কিভাবে বিশ্বস্ত হয়ে উঠবেন....??
Fhhgf Ghjjg
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?
Mrinal chondro Roy
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?
Mujahidul islam Mishal
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?