" জাহান্নামের ৬ নারী!!
১. ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বাহির হয়।
২. ঐ নারী যে তার স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করেনা।
৩. ঐ নারী তার স্বামী থাকার সত্বেও পর পুরূষের সাথে হাসি তামাশা ও কুকর্মে লিপ্ত হয়।
৪. ঐ নারী সে অপবিত্র থাকার সত্বের পবিত্রতা অর্জন করতে অলসতা করে এবং নামাজের
অমনোযগী।
৫. ঐ নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত বলে রেড়ায়।
৬. ঐ নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোটা দেয়। ↓
__________^^^^^^^^[ বুখারী,মুসলিম]^
^^^^^^__________
[=অাল্লাহ অামাদের মা-বোনদের ওই ধরনের কর্মকান্ড থেকে হেফাজত করেন।= "আমিন"