'যুবতি মেয়ে একজন আলেম
কে প্রশ্ন করলো।
--!!!
মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে,
তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য
দিলেন ??
আলেমঃ মা-মনি বলছি। আগে বলো,
তোমার হাতে কী ?
আর এরকম কচ্ছপের মতো হাটছো কেন? ?
মেয়েঃ এগুলো ডিম। জোরে হাটলে
ভেঙ্গে যাবে তো, তাই।
আলেমঃ ভাঙলে অসুবিধা কী ? ডিম
ভেঙ্গেই তো খেতে হবে।
মেয়েঃ কী যে বলেন ভেঙ্গে গেলে তো
সর্বনাশ।
ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে। কেউ আবার
তাতে পিছলে পড়ে আমাকে গালি দেবে।
আলেমঃ তার মানে, তুমি কি ডিম ভেঙ্গে
খেতে চাও না?
মেয়েঃ খেতে হলে আমি এই রাস্তায়
ভাঙবো কেন! বাসায় নেয়ার পর আম্মুকে
দিবো।আম্মু রান্নার সময় ভেঙ্গে রান্না
করবেন।
-------------
আলেমঃ দেখো মা-মনি সামান্য একটা
ডিম ভাঙ্গার জন্য নির্দিষ্ট স্থান এবং
পাত্র আছে। সবাই তা জানে। অথচ
সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য
যেথায় সেথায় প্রদর্শন করবে !!
নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না।
সেটা কি যুক্তিযুক্ত হল? ?
শোনো মেয়ে নারীদেরও সৌন্দর্য
প্রদর্শনের জন্য, নির্দিষ্ট স্থান ও পাত্র
আছে।
সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য
কোথাও না??
