বর্তমান সিম কোম্পানি'র বোনাস অফারগুলো
অনেকটা এরকমঃ
আগামী এক সপ্তাহে আপনি যদি ১০১ বার
এভারেস্টে উঠানামা করতে পারেন তাহলেই
অমুক তারিখে পাবেন একটি সুগন্ধী সাবান এবং
এক বক্স টয়লেট টিসু........
এছাড়া ২টাকা'য় পাচ্ছেন ৮০কেজি মুরি,তবে
খেতে হবে ২মিনিটের মধ্যে.....!!
সাথে পাচ্ছেন ১০০টি চকলেট,তা খেতে
হবে মাত্র ৩মিনিটে,তবে অবস্যই চকলেট
কামড় দিয়ে খেতে পারবেন না,খেতে
হবে চুষে
বিশেষ শর্ত্য চকলেটের খোসা ফেরত
দিতে হবে।
সাবান আর টিসু ব্যবহারের নিয়মঃ-
* সাবানটা দিয়ে দিনে মাত্র ১বার'ই গোসল
করতে পারবেন কিন্ত সাবান শেষ করতে
হবে ৩দিনের মধ্যে এবং তা কেবল
টাইলসের বাথরুমের ক্ষেত্রেই
প্রযোজ্য ।
*টিসু ব্যবহার করতে হবে টয়লেটে'র
ক্ষেত্রে তাও দিনে মাত্র ২বার, তবে বাক্স
থেকে ১টানেই যা উঠে শুধু তাই নিতে
পারবেন,শেষ করতে হবে ৩দিনের
মধ্যে।
তবে ৩দিনের মধ্যে নূন্যতম ৫৫ বার
এভারেস্টে না উঠলে স্টার গ্রাহকশিপ বাতিল
বলে গন্য হবে। তখন সাবান ও টিসু যা অব্যবহৃত
রয়েছে তা ফেরত দিতে হবে......!!
চলতি সাপ্তাহে অফার ৪৯৯টাকা রিচার্জে একটি
লুঙ্গি ফ্রি........!!
পরতে হবে জিন্স প্যান্ট উপর,তাও বিয়ে বা
জম্মদিনের পার্টিতে যাবার সময়।
এর পরও আবার....
*শর্ত প্রযোজ্য
7hi3f
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?