সম্পর্কগুলো কাচের গ্লাসের মতো। চুমু দিয়ে আছাড় দেন বা আছাড় দিয়ে চুমু দেন গ্লাস ভাঙবেই। এরপর সুপার গুলু , আইকা, ফেবিকল যাই লাগান না কেন সেটাকে আগের মতো করা আর সম্ভব না। সম্পর্কের যে গ্লাসগুলো আপনি ভেঙে ফেলেছেন সেগুলো জোড়া লাগানোর চেষ্টা করেন আর না করেন যে গ্লাসগুলো এখনো অবশিষ্ট আছে সেগুলোর প্রতি মনোযোগী হোন।
সম্পর্কের সবচেয়ে বেশি ভাঙ্গন হয় মুখের কথায়। রাগের মাথায় হোক, হাসি ঠাট্টায় হোক বা আবেগের বসে, কি বলছেন একটু হিসেব করে বলুন। সম্পর্ক যদি গুরুত্বপূর্ন হয় তাহলে গ্লাস ভাঙ্গা বন্ধ করুন। খেয়াল রাখুন, সাবধানে কথা বলুন।

অপ্রকাশিত কাব্যগ্রন্থ: ''ভালো থাকার ডিজিটাল উপায়'' থেকে

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন