বুদ্ধিমান ছেলেপেলের কিছু বৈশিষ্ট্যঃ
(না পডলে মিস করবেন)
1.বুদ্ধিমান ছেলে পেলে কথাবার্তাএকটু কম বলবে।বেশি কথা বললে গোপন তথ্য ফাসঁ হয় বেশী।

2.পুরা জানা একটা গোপন ঘটনা এরা আপনার কাছ থেকে খুব আগ্রহ সহকারে শুনবে। ঘটনা পুরা শোনার পরেও এরা বলবে না যে সে আগেই
জানত

3.এরা কোন খারাপ কাজ নিজে করবে না অন্য কোন বোকারে দিয়ে করাবে

4.এরা গোপন কথার খুব অল্প সাক্ষী রাখবে

5.এরা বেশী রাত জেগে ঘুমাবে

6.এরা হবে প্রচন্ড কৌতুহলি। মানুষের পেট থেকে গোপন কথা বের করার আর্শ্চয ক্ষমতা থাকবে এদের।

7.নিজে কোন ভূল করলে এরা সহজে স্বীকার করতে চাইবে না। বরং আপনারে উল্টা ভূল বুঝাই দেবে

8.এরা নিজ নিজ অবস্থান থেকে ফেমাসহবে।কারণ বোকারা সাধারণত ফেমাস হয় না

9.এরা কাউকেই মন থেকে বন্ধু ভাবতেপারবে না।কারণ এরা প্রায় সবাইকে অবিশ্বাস করে।

10.এরা হবে বাস্তবমুখী । আবেগে ভাসবে কম

11.এরা সবসময় নিজের স্বার্থ ঠিক রেখে অন্যের স্বার্থ নিয়ে চিন্তাকরবে।

12.সবচেয়ে বড় বিষয় হল এরা মন থেকে কারো ভালবাসতে পারবে না।আর যদি ভালবেসেই ফ্যালে তাহলে এই বুদ্ধিমান
ছেলেরাই বড় বড় বোকামী শুরু করবে।

>বি দ্রঃ সব বুদ্ধিমান একরকম হবে না তাই সব সবার ক্ষেত্রে নাও মিলতে পারে!

•• ভালো লাগলে শেয়ার করতে ভূলবেন না কিন্তু ••

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন