অনেক সময় দেখি কিছু মানুষ দু'এক টাকার জন্য রিক্সা চালকদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, গায়ে হাত তুলে,,
অনেকে নাকি আবার রাগ সামলাতে পারে না!
কেন এরা রিক্সা চালক বলে?
কেন এরা গরিব অসহায় বলে?
মনে রাখবেন এরাও আমার,আপনার মত রক্তে মাংসে গড়া মানুষ।
এরা আমাদের বাবা, ভাইয়ের মত।একটি বার ভেবে দেখুন তো রিক্সা চালানো কি এতো সহজ কাজ! এরা কত কষ্ট করে রোদে পুরে, বৃষ্টিতে ভিজে আমাদেরকে নির্দিষ্ট স্থানে পৌছে দেয়।
আর তার বিনিময়ে পাঁচ,দশ টাকা তো খুশি হয়ে বেশি দিতেই পারি।
এদেরকে দু'এক টাকা বেশি দিলে আপনার টাকা কখনো কমবে না।
তবে যারা এমন খারাপ আচরণ করেন তাদেরকে বলছি, দয়া করে নিজেকে একটু পরিবর্তন করুন, তাহলে দেখবেন সবাই অনেক ভালবাসবে।
