দোস্ত বাহুবালি মুভিটা দেখছিস?
- নারে মুভি টুভি দেখা হয়না।
- কী বলিস! বাহুবালি মুভি দেখোস নাই? এত হিট মুভি কেউ না দেখে?
- আমি এসব পছন্দ করি না।
- তুই তো মনে হয় থ্রি ইডিয়টস মুভিটাও দেখিস নাই?
- না দেখি নি।
- থ্রি ইডিয়টস মুভি দেখে নাই এমন মানুষও আছে পৃথিবীতে? দেখ পড়ালেখার পাশাপাশি আউটনলেজও রাখতে হয়।
-ও রিয়েলি? আচ্ছা আমাকে বল তো ইসলামের চার খলিফার নাম কি?
-আবু বকর (রা.), ওমর (রা.)। আর দুইজন যেন কে?
- তুই জানিস মসজিদ উল আকসা কোথায় অবস্থিত?
- ইয়ে মানে! জানতাম আমি। বাট..
- থাক বাদ দে। সূরা ফাতিহার অর্থ জানিস?
- নাহ। অর্থ শিখি নি।
- কী বলিস!! দেখ পড়ালেখার পাশাপাশি ইসলামের জ্ঞান ও তো রাখতে হয় তাইনা?তোর কাছে বলিউডের লেটেস্ট মুভি না দেখা আনস্মার্টনেস হতে পারে। তবে মুসলিম হিসেবে আমার কাছেও সূরা ফাতিহার অর্থ না জানাটা আনস্মার্টনেস! আর সে ব্যক্তিই সফল যে কিনা আখিরাতের জন্য স্মার্ট হয়। আশা করি বুঝতে পারছিস।জাজাকিল্লাহু খইরন।

[একটি কাল্পনিক কথোপকথন -১]
.
(সংগৃহীত)

  • إعجاب
  • حب
  • هههه
  • رائع
  • حزين
  • غاضب