পৃথিবীর সুখ!
ভুল করেও ভুল ভাবেনা সে মরেছে জন্মের মরা!
কাকতালীয় দুঃখ বলে কিছু নাই
আমাদের মানব ইতিহাস
লোহার শিকলে বন্দি মানবতা নিয়ে ঘাটে,
ঐতিহাসিক অক্ষরের স্থাপত্যে আছে
কত রাজ্যের কত কলঙ্ক!
প্রাচীনতম প্রাচীরের গায়ে বহু বীরের পরাজয়ের গল্প!
পৃথিবীর সুখ
আর ভুল করেও ভুল ভাবেনা
ঋতুচক্রের দিনযাপনে
ঘামের প্রতি ফোঁটায় সাজানো ইতিহাস পার্থিব অলঙ্করণ!
আমাদের বাধ্য করে
পরিস্থিতির একটা দুর্বিষহ গল্প তৈরী করার...
এক একটা উপন্যাস লিখা যায়
এক একটা খুপরি ঘরের ইতিহাস টেনে!
প্রতি নিঃশ্বাসে একটা বিশাল পৃথিবীর সন্ধান মিলে
পৃথিবীর সুখ!
ভুল করেও ভুল ভাবেনা আর
যুদ্ধের ময়দানগুলো উপহাসের গান রচনা করে
আমাদের অলসতার জগত!
বীরের রক্ত মাটিতে মিশে আছে-
অথচ তা মাড়িয়ে চলে কতক আগ্রাসী মানুষদল.
শকুনির মত ছিঁড়ে খায় রমণীর স্বপ্ন
যুবকের বিবেক!!
ইতিহাস সেও ভাল আমাদের
উলটো পথের বর্বরতার স্মৃতি হাতড়ায়!!
পৃথিবীর সুখ!
ভুল করেও ভুল ভাবেনা আর!
সুখ জেনে গেছে তার বুকে
বিচরন করা সুখের রক্তাক্ত ছাপ
আর ঘুণধরা সমাজের পালাবদলের পিছনের ইতিহাস!
