সাইকেলে চড়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে চান মুক্তিযোদ্ধা জাফর ফরাজি,
বাই সাইকেলে ৬৪ জেলায় ৫ বার ভ্রমনকারী মুক্তিযোদ্ধা জাফর ফরাজির জীবনের শেষ ইচ্ছা এখন তিনি বাই সাইকেলে চড়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে চান।
মুক্তিযোদ্ধা জাফর ফরাজি জানান, আমি ৬৪ জেলায় ৫বার বাই সাইকেলে ভ্রমন করেছি একবার ভারতের আজমেশরীফেও বাই সাইকেলে ভ্রমন করেছি। আমি রানা প্লাজায় উদ্ধার কাজে নিয়োজিত ছিলাম। বিনিময়ে কোন টাকা পয়সা নেইনি। এখন আমি বাই সাইকেলে
সৌদি আরব যেতে চাই কিন্তু আমি মুক্তিযোদ্ধা বলে পাকিস্তান আমাকে ভিসা দিচ্ছেনা।
এ কারনে আমাকে ভারত, চীন, তারকিজিস্তান, উজবেকিস্তান, তুর কামানস্থান, ইরান, কুয়েত হয়ে সৌদি আরব যেতে হবে। তিনি আরো বলেন, পাকিস্তানি ভিসা না পাওয়ায় আমাকে ৩টি দেশ এবং ৫ হাজার একশত কিলোমিটার রাস্তা বেশী সাইকেলে চড়তে হবে। আমি হজ্বে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি একান্তভাবে কামনা করছি তিনি যেন আমাকে ৮টি দেশে বাই সাইকেলে চড়ে যাওয়ার জন্য ভিসার অনুমোদন করে দেন।
মুক্তিযোদ্ধা জাফর ফরাজীর জীবনের শেষ ইচ্ছা বাই সাইকেলে চড়ে সৌদি আরব হজ্ব পালনের।
পিরোজপুর : মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা জাফর ফরাজী। বয়স ষাট পেরোলেও বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষে এখন অবস্থান করছেন নারায়নগঞ্জ।
তার ইচ্ছে, বাইসাইকেল চালিয়েই হজে যাবেন। এ জন্য তার দরকার ভারত, পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের ভিসা। ভিসার জন্য তিনি আবেদনও করেছেন।
তিনি চলতি হজ্বের ৪ মাস পরে হজ্বের উদ্দেশে সৌদি আরব রওনা হবেন বলে জানান।
collected......

Md. Sabbir Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Mohammad Tanvir
Delete Comment
Are you sure that you want to delete this comment ?