#শুভ_রাত্রি★
"গুনাহের খাতা পরিষ্কার করে ঘুমাতে যাওয়া উচিত আমাদের।
আমরা জানি না – আমাদেরকে আমাদের ভালোবাসার মানুষরা ঘুম থেকে ডেকে তুলবে, নাকি কবরে প্রশ্নোত্তর পর্বের জন্য ফেরেশতারা ডেকে তুলবেন!”

তাই সবসময় ঘুমানোর আগে আমাদের ঘুমানোর ১০ টি হাদীস মনোযোগ সহকারে পড়ে মেনে চলা উচিত।
.
১/ ভালোভাবে বিছানা ঝেড়ে নেয়া। [বুখারীঃ ৬৩২০]
.
২/ ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা।
[বুখারীঃ ৫৬২৩]
.
৩/ শয়নের সময় দু'আ পাঠ করা (যেমনঃ 'আল্লাহুম্মা বিসমিকা আ'মুতু ওয়া আহইয়া'। [বুখারীঃ ৬৩১৪]
.
৪/ ডান কাৎ হয়ে শোয়া। [বুখারীঃ ৬৩১৫]
.
৫/ নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে অযু করে নেয়া। [বুখারীঃ ২৮৮]
.
৬/ সাধারণত সতর খুলা অবস্হায় না শোয়া। [তিরমিযীঃ ২৭৬৯]
.
৭/ বিনা কারণে উপুড় হয়ে না শোয়া কারন উপুড় হয়ে শোয়া হলো জাহান্নামীদের শোয়া। [তিরমিযীঃ ২৭৬৮]
.
৮/ ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা। [তিরমিযীঃ ১৮১৩]
.
৯/ দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। [মুসলিমঃ ৫৯০১]
.
১০/ দুঃস্বপ্ন দেখলে প্রথমে বাম দিকে তিনবার থুথু ছিটা এবং "দুঃস্বপ্ন ও শয়তান থেকে-হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই" এভাবে তিনবার বলা।দুঃস্বপ্ন কাউকে না বলা। [মুসলিমঃ ৫৯০২]

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন