সে এক দেশ ছিল।
সেই দেশের লোকজন ছিল অনেক বড়লোক। তারা হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হইয়া গেলেও চিন্তিত হইতো না, ঈদ-পূজায় জিনিসপত্রের দাম বাড়লেও প্রতিবাদী হইতো না বরং প্রতিযোগিতা কইরা বেশি দামেই শপিং করতো , বিদ্যুত-গ্যাসের দাম দফায় দফায় বাড়াইয়াও সরকার সেই বড়লোক জনগনের টেকাপয়সা বিন্দুমাত্র কমাইতে পারতো না!
সেই দেশের মন্ত্রী ও আমলারা ছিল খাঁটি গরীব। তাদের নিজের বাসা ছিল না, তাই বড়লোক জনগনের ট্যাক্সের টাকা থিকা তাদের বাড়ি কিনতে জনপ্রতি ৭৫ লাখ দেয়া হইলো । তারা এতই গরীব ছিল যে তাদের একটা গাড়িও ছিলো না, তাই বড়লোক জনগনের ট্যাক্সের টাকা থিকা তাদের জনপ্রতি ৩০ লাখ টাকা দেয়া হইলো।
গাড়ি হইলো বাড়ি হইলো, কিন্তু দুর্ভাগ্যবশতঃ তারা এতই গরীব ছিল...এতই গরীব ছিল যে তাদের মানসম্মত একটা এন্ড্রয়েড ফোন ছিল না! সুতরাং বড়লোক জনগনের ট্যাক্সের টাকা থিকা ফোন কিনার জন্য তাদের ৭৫ হাজার টাকা দেয়া হইলো...
সেই দেশের নাম বলা যাবে না। নাম বললে চাকরি থাকবে না....
সংগৃহীত
Md. Sabbir Ahmed
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Mohammad Tanvir
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?