কী এক অদ্ভুত মধ্যম আয়ের দেশ বাংলাদেশ।
গতকাল বাজারে মাছ কিনতে গিয়েছিলাম।কেনার পর মাছ কাটতে গিয়ে এক ট্রাফিক পুলিশের সাথে দেখা।তিনি একটি বড় আকারের পাঙ্গাস নিয়ে দর-দাম করছেন কাটার জন্য।তবে তার শর্ত হচ্ছে মাছের চামড়া ফেলে দিতে হবে।আমি বিস্ময়স্বরে জিজ্ঞেস করলাম, "ভাই চামড়া ফেলতে হবে কেন?"। ছলছল দৃষ্টিতে তাকিয়ে বললেন,ভাইরে স্বাধে কী আর করছি? বাসায় বউ,বাচ্চা এমন কী আমি ও পাঙ্গাস মাছ খাইনা।কি করুম অন্য মাছ দামে মিলাতে নাপেরে এটা নিলাম। বাসায় গিয়ে সবাইকে বলুম বোয়াল মাছ।ভাইরে আর পারছিনা,কেমন মধ্যম আয়ের দেশরে ভাই।আমি বললাম ভাই পুলিশের তো টাকার অভাবনাই, বললেন ভাই আমি হালাল ইনকাম দিয়ে চলি।প্রয়োজনে মাছ খামুনা তবুও ঘুষ খাবনা।
তারপ্রতি শ্রদ্ধা, ভালবাসা,ছলছল চোখের দিকে তাকিয়ে বিদায় নিলাম।ভাবতে লাগলাম সত্যি এ কেমন মধ্যম আয়ের দেশে আমরা বাস করি?যেদেশে এখন ও সন্তান কে বুঝ দেবার জন্য পাঙ্গাস মাছ কে বোয়াল মাছ বানাতে হয়!
collected......

Md. Sabbir Ahmed
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Mohammad Tanvir
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?