#ফাদি_আবু_সালেহ। দুটো পায়ের একটাও নেই তার। তাতে কি হয়েছে? ইসরাইলীরা যখন আক্রমণ করলো, তখন হুইল চেয়ার নিয়ে এভাবেই পাথর ছুঁড়ে মেরে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করেন তিনি।
শহীদ হয়েছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর ছোঁড়া পাথর ইসরাইলী বাহিনীর কামানের কতোটা ক্ষতি করেছে জানিনা, তবে জিহাদের এই তামান্না তাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবে, ইন শা আল্লাহ।
আমরা যখন তারাবীর রাকাত সংখ্যা, শবে বরাত আর নামাজে হাত বুকে না নাভির নিচে- এসব নিয়ে ব্যস্ত, পৃথিবীর ও'প্রান্তে আমাদের অন্য ভাইরা তখন শহীদ হচ্ছে। আহা! কি ভাগ্য!!
#হে_আল্লাহ এই গুনাহগার বান্দিকে, দৃঢ় ঈমান ও শাহাদাতের মর্যাদা দান করো।আমিন।
