এই বয়স্ক লোকের বাড়ি রংপুর জেলার পীরগন্জ থানার ১১ নং পাঁচগাছী ইউনিয়নের কাঁজিপাড়া গ্রামে।দেখে মনে হচ্ছে উনি ভিক্ষা করেন। কিন্তু না উনি ভিক্ষা করেন না ।
৭০-৮০ বছর বয়স্ক এই বৃদ্ধ লোকটির কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ঘুড়ে বেড়া আর প্রতিটি শ্রেণী কক্ষে ঢুকে ছাত্র-ছাত্রীদের কোরআন ও হাদিস থেকে কিছু উপদেশমুলক কথা বার্তা বলা।
এভাবে প্রতিদিন আমাদের উপজেলা সহ পাশ্ববর্তি ২-৩ টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘুড়ে বেড়ান। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে উনি এত দীর্ঘ পথ কখোনই ভ্যান কিংবা বাসে চড়ে ঘোরেন না। সারাদিন হেটে হেটে চলেন। রাত হয়ে গেলে যেকোন মসজিদে থেকে যান।
যাবার সময় সেই মসজিদ পরিষ্কার করে আবার রওনা হন। কখোনো কারো কাছে কোন কিছু চেয়ে খান না। আল্লাহর অশেষ রহমতে চলতি পথে তিনি অসংখ্য দাওয়াত পান।
এভাবে প্রতিদিন ছোট ছোট ছেলে মেয়েদের দ্বীনের উপদেশ দিয়েই চলছে তার জীবন। আমার জীবনে আমার দেখা মতে উনিই একজন সাদা মনের মানুষ।
আমি আল্লাহর কাছে ওনার দীর্ঘায়ু কামনা করছি।
আমার ফেসবুক বন্ধুরা এবং এই পোষ্টটা যাদের দৃষ্টিগোচর হবে তাদের কাছে
আমার অনুরোধ, দয়া করে পোষ্টটি শেয়ার করবেন।
হয়তোবা এভাবেই সাদা মনের মানুষটি কোন সম্মাননা পেতে পারে।

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন