কাফনের কাপড় এমনই এক জিনিসঃ
============================
যে, তৈরী করে সে বিক্রী করে দেয়।
যে, কিনে সে ব্যাবহার করে না।
যে, ব্যাবহার করে সে জানেও না।
মানে লাশ। আমার আপনার লাশ। আমরা
জানিও
না যে কখন আমরা কাফনের কাপড় পড়বো।
"হে যুবক যুবতি! তোমার জন্য যে কাফনের কাপড়
থেকে কাপড়টি কাটা হবে তাও হয়তো এখন
বাজারে
চলে এসেছে। তবুও তুমি বেখবর?"
- ইমাম আল গাজ্জালী (রহঃ)
"হে আল্লাহ্ সঠিক নির্দেশনা দান করুন ও
গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।
