#এক_মেয়ে বিচারকের কাছে বিচার নিয়ে গেল,
মহিলা বলল!
একটি ছেলে জোর করে আমার ইজ্জত কেড়ে নিয়েছে।
বিচারী ছেলেটিকে তলব করল।
ছেলেটি বলল, সে আমি কোন জোর করি নি।
আজ দীর্ঘদিন ধরে ওর সাথে আমার সম্পর্ক।
বিচারক একটু সমস্যায় পড়ে গেল,
কারণ ঘটনা ছেলেটির একতরফা ছিল না দু জনের সম্মতি ছিল?
বিচারক একটা কৌশল আবিষ্কার করে মেয়েটিকে
একটি নতুন 500 টাকার নোট দিয়ে বলল, এক সপ্তাহ পরে তুমি যদি বরাবর এই নোটটি আমাকে এনে দিত পার,তবে তুমি দোষী হবেনা।
মেয়েটি 500টাকার নোট নিয়ে বাড়ীতে চলে গেল।
এবার বিচারক ছেলেটাকে ডেকে বলল, তুমি যেভাবে
পার এই মেয়ে থেকে 500 টাকার নোটটি নিয়ে আসবে।
ছেলেটি মেয়ের কাছে গিয়ে এই 500 টাকার নোটের
জন্য অনেক কাকুতি মিনতি করল,
কাজ হয়নি।
শেষ পর্যন্ত 500 টাকার নোট দুই হাজার টাকার ক্রয়
করতে চাইল।
কাজ হয়নি।
পরে ছেলেটি মেয়েটিকে জোর করে ধরে শরীরে আঘাত
করে টাকা নিতে চাইল।
কোন কাজ হয়নি।
এক সপ্তাহ পর দুই জন বিচারকের কাছে আসল,
মেয়েটি অভিযোগ করল, মহামান্য বিচারক,
সে আমার বাড়ীতে গিয়ে জোর করে এই নোট আনতে
চেয়েছিল। শেষ পর্যন্ত আমার শরীরে আঘাত করে,
তাতেও আমি দিয়নি।
বিচারক বলল, আমার বুঝতে আর বাকি নেই।
500 টাকার নোট যেভাবে রক্ষা করেছ, তুমি চাইলে
তোমার ইজ্জত সেভাবে রক্ষা করতে পারতে।
দু জন সমান অপরাধী।

আমি সব বোনকে বলছিনা।
কিছু বোনকে বলতেছি। কেউ রাগ করবেন না।
বোন আপনি আপনাকে কতটুকু চিনেন?
আপনি জানেন আপনার পায়ের নীচে জান্নাত।
আপনি জানেন,ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলা।
আপনি কি জানেন? সর্বপ্রথম বিশ্ব নবীকে নবী হিসেবে
বিশ্বাস করেছিল একজন মহিলা।
আপনি কি জানেন? সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল
একজন মহিলা।
আপনি কি জানেন? আল্লাহ একজন মানুষকে সালাম
দিয়েছিল, তিনি ছিলেন একজন মহিলা।
আপনি কি জানেন? ডেলিভারীতে আপনার মৃত্যু হলে,
আপনি শহীদ হবেন।
কেন এই সামান্য জিন্দেগীতে আল্লাহর নাফরমানী
করছেন?
বোন,

,৫০০০টাকা দিয়ে চুলে সিল্ক করতে পারিস,
কিন্তু ৫ টাকা দিয়ে ব্যান্ডকিনে চুল বাধতে
পারিস না?
৪০০০ টাকা দিয়ে দামি জামা কিনতে পারিস,
কিন্তু ১০০টাকা দিয়ে উড়নাকিনে বুকটা
ডাকতে পারিসনা?
১০০ টাকা দিয়ে মেহেদী লাগতে পারিস
কিন্তু ২ টাকা দিয়ে ব্লেড কিনে হাতের
নখ গুলা কাটতে পারিস না?
তিন হাজার টাকা জিন্সের প্যন্ট কিনতে পারিস,
500টাকা দিয়ে একটি বোরকা কিনতে পারিস না।
হে বোন যারা আজকে তোমাকে সমান অধিকার দেওয়ার নামে তোমাকে রাস্তায় বের করে এনেছে, মনে রেখো কেয়ামতের দিন এরাই তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। সময় থাকতে সাবধান হও...ভালো লাগলে শেয়ার করবেন,,,ধন্যবাদ
কপি পোষ্ট।

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন