সারাবছর রোদ বৃষ্টি কাদায় অক্লান্ত পরিশ্রম করে বলেই আমরা কতটা সহজেই অন্নের জোগান পাই। অথচ ওরা ওদের শ্রমের মূল্য পায় না।

চারাগাছ বুকে জরিয়ে বজ্রপাতে মরে যাওয়া এই চাষী আজ ভাইরাল। আজ তার ছবি দেখে আমাদের মনে আবেগ জাগ্রত।

যে চাষীগুলো এখনো মরে যায়নি তাদের জন্য একটু আবেগ জাগ্রত হবে কি?? চাষীদের উতপাদিত পন্যের ন্যায্য মুল্যের জন্য আমাদের একবার আবেগ জাগ্রত হবে কি?? আমরা কত ছেমরির হাসি নিয়ে সোস্যাল দুনিয়া কাপিয়ে দিলাম। আমাদের বাচিয়ে রাখতে নিভৃতে কাজ করে যাওয়া এই সোনার মানুষগুলোর জন্য কি আমরা একবার জীবনপাতা/ফেসবুক কাপিয়ে দিতে পারিনা?

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন