সেদিন পরিচয় হলো এক ভাইয়ের সাথে তার একটা অনলাইন নিউজ সাইট আছে। এডসেন্স থেকে তার প্রতিদিন ৩০/৪০ ডলার আসে। এটা নিয়ে সে খুব আফসোস করতেছে। আমি বললাম, 'আপনার ইনকাম তো একেবারে খারাপ না। মাসে লাখ খানেক তো ইনকাম হচ্ছে।'
সে আমার দিকে চোক বড় বড় করে তাকিয়ে বললো, 'এসব কি বলছেন?? প্রতদিন ৫০০ ডলার হলেও তাও মনকে বুঝ দিতে পারতাম।'
আমি অবাক হয়ে বললাম, ' এই পরিমান কি কেউ ইনকাম করতে পারে?'
উনি অবাক হয়ে বললেন,'' আরে ভাই এমন পত্রিকা আছে যেটার নামও আপনি শোনেন নাই অথচ মাসে ৩০/৩৫ লাখ টাকা কামায়। আমার দেখা।'
আমি অল্পের জন্য জ্ঞান হারাই নাই। আমার মোট ৪ টা নিউজ সাইট মাসে কত ইনকাম হওয়া উচিত ছিল?? গুরুত্ব দেই নাই।
Md Tusher
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
MD Zahidul Islam
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?