перевести   5 лет назад

অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে ☺ যাকে "Revenge of nature " বলে। কোরআন–এর ভাষায় যেটা "কিফারাহ্" বলে। এই সম্পর্কে বেশ কয়েকবার কোরআন এ বলা আছে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রত্যেক মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়। কেউ আগে পায় আর কেউ হয়তো বা কয়দিন পরে। কিন্তু সে শাস্তি পাবেই। সময়মতো হয়তো আমরা বুঝে উঠতে পারিনা কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে,কাউকে কাদিঁয়ে, কাউকে অপমান করে আর কাউকে ছোট করে বেমালুম ভুলে যাই আমরা 🙂 কিন্তু প্রকৃতি ভুলে না এবং ক্ষমাও করে না। এমনকি এই মূহুর্তে আপনি যার সাথে অন্যায় করে গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবেনা। কিন্তু তার ওই কষ্ট থেকে আসা অভিশাপ আপনাকে ছাড়বেনা। 😊
আল্লাহ কাউকে ঠকান না, তিনি কারোর একার না। দ্বিমুখিতা, অহংকারিতা, স্বার্থপরতা কখনো শান্তি বয়ে আনেনা, আনতে পারেনা 😇

#Collected

  • Мне нравится
  • Люблю
  • HaHa
  • WoW
  • Грустный
  • Сердитый