BCC বা Bitconnect এর দাম অনেক বাড়বে বলে আশা করি এবং এটা জানুয়ারীতেই বাড়বে।
কেন?
কারন-
১. বিটকানেক্ট ইতিমধ্যে বেশ মজবুত অবস্থানে আছে। Coinmarketcap এর হিসেব অনুযায়ী ২০ তম অবস্থানে আছে। এবং ৫ টা এক্সেঞ্জারে ভাল ভলিউমে ট্রেড হচ্ছে।
২. BitconnectX নামে তারা আরেকটা কয়েন ছাড়তেছে। যেটার ICO জানুয়ারী ১০ তারিখ থেকে শুরু হচ্ছে। এই নতুন কয়েন কেনা যাবে বিটকয়েন , লাইটকয়েন এবং বিটকানেক্ট দিয়ে বিটকয়েনের ফি অনেক বেশি তাই ছোট ছোট এমানউন্ট বিটকানেক্টএক্স যারা কিনবে তারা বিটকানেক্ট দিয়ে কিনবে। ফলে মার্কেটে বিটকানেক্ট এর ডিমান্ড বাড়বে। যেহেতু বিটকানেক্ট এর সাপ্লাই খুব কম তাই অস্বাভাবিকভাবে এর দাম বেড়ে যাবে। এমনও হতে পারে যে একটা বিটকানেক্টের দাম ২০০০ ডলার হয়ে যাবে।
Rasel Ahmed
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?