কম্বল বা লেপ কোনটাই আমাকে উত্তাপ দেয়না। লেপের তলে ঢুকে নিজেই তাপ তৈরি করে নিজেকে উষ্ণ করতে হয়। লেপ বা কম্বলের তাপ তৈরি করার আলাদা ক্ষমতা নাই।
আমার চারপাশে আমাকে সুখি করা মানুষগুলো আসলে আমাকে সুখি করেনা। নিজের সুখ আমি নিজের মনেই তৈরি করি। চারপাশের মানুষগুলোতো কেবল আমার মনের উষ্ণতাগুলোকে কম্বলের মতো আগলে রাখে। তাই দেহের মতো মনেরও যথেষ্ট পুষ্টি দরকার, যেন সময়মতো যথেষ্ট উষ্ণতা তৈরির সক্ষমতা রাখে।
MD Zahidul Islam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟