‘বাকি ৯৫ টাকা কোথায় গেল?’
কোনো এক দেশের সংসদ অধিবেশনে একজন সরকারদলীয় এমপি তার বক্তৃতার সময় একটি গল্প বলছিলেন-
‘এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বলল,
এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়।
প্রথম ছেলে ১০০ টাকার খড় কিনে আনল,
কিন্তু ঘর পুরোপুরি ভর্তি হল না।
দ্বিতীয় ছেলে ১০০ টাকার তুলা কিনে আনল,
কিন্তু তাতেও ঘর পুরোপুরি ভর্তি হল না।
তৃতীয় ছেলে ৫ টাকা দিয়ে একটা মোমবাতি
কিনে আনল এবং ঘরের মাঝে জ্বালাল।
এতে পুরো ঘর আলোয় ভরে গেল।’

এমপি বলতে লাগলেন, ‘আমাদের অর্থমন্ত্রী হচ্ছেন তৃতীয় ছেলের মতো। যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন, এ দেশ উন্নতির আলোয় পূর্ণ হয়ে গিয়েছে।’
ঠিক তখনই পেছন থেকে বিরোধী দলের এক এমপির আওয়াজ এলো- ‘সেটা তো ঠিক আছে, কিন্তু বাকি ৯৫ টাকা কোথায় গেল?’

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন