অনেকের প্রশ্নই এখন ICO নাকি Alt coin কোনটা কিনবো? এটার উত্তর দেয়া এখন কঠিন। কারন আইসিও যতগুলোই সফলভাবে এক্সচেঞ্জারে আসছে তার সবগুলোই কমপক্ষে ১০ গুন থেকে ৫০ গুন প্রফিট দিছে অর্থাত আইসিও তে কেউ ১০০ ডলারের কয়েন কিনলে ১০০০ ডলার থেকে ৫০০০ ডলার পর্যন্ত প্রফিট হয়েছে। এটা খুবই লাভজনক কিন্তু যদি স্ক্যাম হয় তাহলে কিন্তু ইনভেস্ট জিরো। অন্যদিকে অল্টকয়েন মানে বিটকয়েন ছাড়া অন্যকয়েন যেগুলো ইতমধ্যে মার্কেটে আছে সেগুলো লস হতে পারে কিন্তু ইনভেস্ট হারানোর ভয় নাই এবং বুঝে শুনে কিনতে পারলে ভাল প্রফিট করা সম্ভব। সুতরাং আপনি কতটুকু রিস্ক নিতে চান তার উপর নির্ভর করবে আপনি কি কিনবেন ICO নাকি Altcoin. এটা আমার মতামত। কারো কোন মতামত থাকলে বলতে পারেন।
Rasel Ahmed
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟