হৃদয়ের গভীর থেকে কিছু কথা 
# পৃথিবীর অনেক মানুষ তোমাকে আল্লাহ ভীরু মনে করে, আবার অনেক মানুষ তোমাকে পাপিষ্ঠ মনে করে। 
অনেকে তোমাকে ভালো মনে করে, আবার অনেকে তোমাকে খারাপ মনে করে। 
★কিন্তু বাস্তবতা হচ্ছে, তুমিতো নিজেকে অনেক ভালো করেই চিন। 
★তুমিতো তোমার নিজের ব্যাপারে অনেক ভালো করেই জানো যে, তুমি কেমন...!!! 
তোমার গোপন বিষয়গুলো শুধু মাত্র তুমি জানো, আর তোমার প্রতিপালক জানে। 
সুতরাং, প্রশংসাকারীদের অতিরিক্ত প্রশংসা যাতে তোমাকে প্রতারিত না করে এবং সমালোচনাকারীদের অতিরিক্ত সমালোচনা যেন তোমাকে ক্ষতিগ্রস্থ না করে। 
@কেননা, বাস্তবতা সম্পর্কে আল্লাহ তা'লা বলছেন- 
Surah Al-Insan 
নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে। 
# জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে, তুমিতো জানো না কখন, কোথায়, কিভাবে তোমার মৃত্যু হবে। 
★সুতরাং, একনিষ্ঠতার সাথে আল্লাহ তা'লার কাছে ক্ষমা প্রার্থনা করো। 
একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে তওবা করো।নিজের জিবনের ভুল গুলোকে সুধ্রানোর চেষ্টা করো। 
# তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, সুন্তুষ্টি লাভের আশায় ভালো কাজ করো না। কেননা, মানুষের অন্তর পরিবর্তনশীল। আজকে হয়তো তোমাকে ভালোবাসবে, কালকে তোমাকে ঘৃনা করবে, সমালোচনা করবে। 
# বরং, তুমি মানুষের প্রতিপালকে সন্তুষ্ট করার জন্য ইবাদাত করো। কেননা সে যদি তোমাকে একবার ভালোবেসে ফেলে, তাহলে পৃথিবীর সকল মানুষের হৃদয়কে তোমার দিকে আকৃষ্ট করে দিবেন। 
★তুমি হারাম কাজকে হারাম মনে করো, যদিও পৃথিবীর সকল মানুষ হারাম কাজে লিপ্ত হয়। কেননা, তুমি শুধু নিজের আমলের ব্যাপারেই জিজ্ঞাসীত হবে। 
@সুতরাং, তোমাকে যা আদেশ করা হয়েছে তার উপর অটল থাকো। 
→তুমি মানুষের প্রবিত্তির অনুসরণ করো না। মনে রেখো, নির্জন মুহূর্তে যে গুণা গুলো করা হয় যেগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে নির্জন মুহূর্তে যে ভালো কাজ গুলো করা হয়, সে গুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। 
@সুতরাং নির্জন মুহূর্তে মানুষের অগোচরে বেশি বেশি ভালো কাজ করো। 
Surah Al-Muzzammil, Verse 19  
এটা উপদেশ। অতএব, যার ইচ্ছা, সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক