এক ছেলে ও তার পরিবারকে চিনতাম। ছেলেটি বিয়ে করবে। মেয়ে খুঁজতেছে। এক মেয়ে পছন্দও হল খুব। কিন্তু বিয়েটা হল না। কারন? মেয়েদের বাড়ি ভাল না।
-আমার ছেলে ঐ বাসায় গেলে থাকবে কই? বাসা তো সুন্দর না।
ঐ মেয়ের বড় বোন বলছিল- আমাদের সময় দেন, আমরা বাড়ি ঠিক করি।
এরপরও এখানেই শেষ।
মেয়ে দেখা চলতে থাকে। আরেকটি মেয়েকে পছন্দ হয়। শহরে ৫ তলা বাড়ি। ফ্যামিলির সবাই শিক্ষিত। মেয়েদের ফ্যামিলিরও ছেলেটাকে ভাল লাগে। আকদের ডেইটও ফাইনাল হয়-হবে অবস্থা। কিন্তু একটা স্টেপ বাকি। ছেলেদের বাসায় যাবে। বাড়ি-ঘর দেখবে। দেখল।
রিজেকটেড।
কজ? ছেলেদের বাসা পছন্দ হয় নাই মেয়ের ফ্যামিলির।
উপলদ্ধি করার চেষ্টা করি।
একই ফ্যামিলির ঘটনা। ঐ ছেলেটির আরেক ভাইয়ের বিয়ের কাহিনী। গ্রামে বিয়ে করাইছে। মেয়েদের ফ্যামিলি ফিনান্সিয়ালি উইক; সোজা বাংলায় গরীব একটু। কিন্তু পাত্র তখন পর্যন্ত তেমন কিছু করত না। কিন্তু হায়, বউ হয়ে আসার পর কেউ তাকে আপন করে নিতে পারে নাই জামাই ছাড়া। কারন? ওরা গরীব।
- আমার ছেলে কিছু করেনা তো কি হইছে? আমি তোমাকে বস্তি থেকে রাজপ্রসাদে আনছি। তোমরা কি খাইতা? আমার বাসায় তো জান্নাতি খাবার খাও।
৭ বছর পর। ঐ ছেলেটার বোনের বিয়ে হয় খুব ধুমধাম করে। খোঁজখবর নিয়েই বিয়ে দেওয়া।
বিয়ের কিছুদিন পর।
যা বলছে সব তো মিথ্যা। ছেলেতো কিছুই করে না। বেকার।
উপলদ্ধি করার চেষ্টা করি।
আমি যাই করি, ঠিক তাই আমার উপর আসে। আসবে। সিচুয়েশন ইজ আ ফ্যাক্ট। বাট মুয়ামেলাত-মুয়াশেরাত বলে একটা ব্যাপার আছে। মানুষকে ছোট করব আর নিজে দাম্ভিকতা নিয়ে বড় থাকব, এটা হবে না। ঐ একজন আছেন হু হ্যাজ দা "Supreme Power" অনলি।
# Karma
# ঠিকানা_শুধু_এক_সমাধি_সাড়ে_তিন_
হাত_মাটি
লেখাঃ-Mizanur Rahman
Alien
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md. Jahidul Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
MD Zahidul Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?