প্রেমিক প্রেমিকা আর্ট গ্যালারীতে গিয়েছে। 
 
ঘুরতে ঘুরতে তারা একটি ছবির সামনে এসে দাঁড়াল, 
 
একটি মেয়ের ছবি, প্রচলিত কাপড় পরিহিতা নয় শুধু উর্ধ্বাঙ্গে আর 
নিম্নাঙ্গে দুটো বেশ 
বড় পাতা দিয়ে ঢাকা। 
 
ছেলেটি মুগ্ধ 
দৃষ্টিতে তাকিয়ে রইল অনেক্ষণ ধরে। 
বেশ কিছুক্ষণ পর 
মেয়েটি বলে উঠল, 
 
> “বের হবে তো নাকি? 
 
না বাতাস এসে পাতা উড়িয়ে নেওয়া পর্যন্ত তাকিয়েই থাকবে?!!”