ভাবতেছি ব্লু হোয়েল গেইমের মত 'ডায়েট হোয়েল' গেইম বানামু।

কাজগুলা থাকবে এমনঃ দিন ১ঃ বিরিয়ানির প্যাকেটের ঘ্রাণ শুকে রেখে দাও।
দিন ২ঃ এক কাপ গ্রিনটি হাসিমুখে খেয়ে ফেলো।

দিন ৩ঃ দুপুরের ঘুম বাদ দিয়ে তোমাকে পাঠানো গানের তালে জুম্বা ড্যান্স দাও এবং ভিডিও পাঠাও।

দিন ৪ঃ ফেসবুকের সব খাবারের গ্রুপ থেকে লিভ নাও এবং স্ক্রিনশট দাও।

দিন ৫ঃ মেজবানি গরুর মাংস সামনে রেখে, ওরসের খিচুড়ি খাও এবং ভিডিও করে পাঠাও।

দিন ৬ঃ টানা ১৫ মিনিট দড়িলাফ দাও এবং ঘাম ঝরাও।
দিন ৭ঃ বিকেল ৪ঃ২০ এ পাঠানো অডিও ক্লিপ শোন।
দিন ৮ঃ 'আমি চিকন হবই' - সাদা কাগজে ১০০বার লিখো।

দিন ৯ঃ আইসক্রিম পার্লারে যাও এবং টক দইয়ের খোঁজ নাও।



দিন ৪৮ঃ আয়নায় নিজেকে দেখো আর মোটিভেট কর, হ্যা তুমিই পারবে।

দিন ৪৯ঃ ৫/১০ কেজি ওজন কমিয়ে ফেলেছো এই খুশীতে ফেসবুকে বিফোর আফটার ছবি দাও।

দিন ৫০ঃ ছাদে যাও। মনের মত তিড়িং বিড়িং করে নাচো। কারন তুমি মটু তিমি থেকে শুকনা তিমি হয়ে গেছো।
.......
(Collected)

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন