Traduzir   1 ano atrás

শেয়ার বাজার, বা স্টোক মার্কেট হলো অনলাইনে জনপ্রিয় একটা ইনকাম সোর্স। হাজার হাজার মানুষ কাজ করে এই শেয়ার বাজারে। এখানকার সিস্টেম হলো, বড় বড় ব্যাবসায়ীরা বা কম্পানির মালিক তাদের মালিকানার শেয়ার স্বাধান মানুষের কাছে বিক্রি করে দেয়, আর স্বাধারন মানুষের দেওয়া টাকা সেখানে ইনভাস্টকরে ফলে ওই বছর ব্যাবসা উন্নতি করার একটা কারন হয়ে য়ায়। নিদৃষ্ট সময়ের পরে, অর্থাৎ যতদিন শেয়ার বিক্রি করা থাকে, সেই দিন শেষ হওয়ার পরে মালিক তার লাভের শেয়ারের অংশটা শেয়ার ক্রেতাদের দিয়ে দেয়।

এবার প্রশ্ন আসতে পারে, এই শেয়ার তো বড় বড় কম্পানি বিক্রি করেন, তাহলে এখানে সর্বনিম্ম কত টাকা ইনভেস্ট করা যায়। এই কথাটা সরাসরি বোঝাতে গেল, একটা কম্পানি সরাসরি কারো কাছে শেয়ার বিক্রি করার জন্য আসে না, বা আসলেও আমাদের কাছে আসবে না। এই শেয়ার বেচাকেনার জন্য অনলাইনে কিছু কম্পানি আছে, সেখান থেকে এই শেয়ারগুলো কেনাবেচা করে থাকে। তবে হ্যা এখান থেকে একজনকেই যে পুরো শেয়ারটা কিনতে হবে তেমন না। এখান থেকে আপনি আপনার সমার্থের মাঝে যে কোন অংশ কিনতে পারেন,

উদাহরন বলা যায়, ১০০০ টাকার শেয়ার, আপনি সেখানে ১০০টাকা ইনভেস্ট করলেন, তার মানে আপনি ১০ পার্সেন্ট শেয়ার কিনেছেন, এর পরে যখন এটি শেষ হবে তখন ওই ১০০০ টাকার পরে যা লাভ বা লস হবে তাই থেকে আপনি ১০ পার্সেন্ট পাবেন, লস বলতে আপনি এই ১০০ টাকা থেকে, এর বেশি দেওয়া লাগবে না। তবে লাভের ১০ পার্ছেন্ট পাবেন।

উল্যেক্ষ এখানে আপনি একবছর বা কম সময়েরও কিনতে পারেন, বা বেশি সময়ের ও কেনা যায়। এছাড়াও চাইলে আপনার কেনা শেয়ারটি আবার পুনরায় বিক্রি করে দিতে পারবেন, তাও যদি সেটা লাভজনক দেখা যায়, তাহলে সেটা আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন।

দয়া করে কেউ শেয়ার বাজার সমন্ধে ভালো করে না বুঝে এই কাজ করতে জাবেন না, যেহেতু ইনভেস্ট সাইট এখান থেকে লস খেয়ে যেতে পারেন, আর নেশায় পড়ে ক্ষতিগ্রহস্ত হতে পারেন। এই সমন্ধে আরো বিস্তারিত জানতে আমাদের সাইটের পোস্টটি দেখতে পারেন আমাদের সাইট https://helplinebd360.blogspot.....com/2022/03/shareba

  • Curtir
  • Ame
  • HaHa
  • Uau
  • Triste
  • Bravo