বল্টুর E-mail
বল্টু ল্যাপটপ কিনেছে কেনার পর
ল্যাপটপের উপর
ত্যক্ত- বিরক্ত হয়ে বিল গেটস
সাহেবকে ইমেইল পাঠাল :
মি: গেটস, ঘটনা হইল, আমি যে
ল্যাপটপটা কিনলাম,
কেনার পর শুরুতেই যে সমস্যা
পেলাম।↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
এই Keyboard এর Letters গুলো
সঠিকভাবে সাজানো
নেই। A এর পরে S এরপরে আবার
D
এটা কিছু হইল??
ছোটবেলায় কি A,B,C, D ও শিখেন
নাই ঠিকমত???
যাই হোক,
Windows এ Start Button আছে
কিন্তু
Stop Button
নাই But why???
Ms Word আছে কিন্তু Mr. Word
কবে বেরুবে??? Ms.
দের
দেখলে মাথা ঠিক থাকেনা???
তাই না??? এসব ভন্ডামি
ছাড়েন, বুঝলেন???
এর উপরে আবার আরেক
গ্যাঞ্জাম, প্রায়ই একটা
ম্যাসেজ আসে
"press any key to continue "
এই " any key" টা গত দুইদিন
ধইরা
খুইজ্জাও পাইতাসি
না।
কি এই any key টা দিতে ভুলে
গেছেন বুঝি???
তাড়াতাড়ি আমার সব প্রশ্নের
উত্তর সহ আমার Email
এর Reply দিবেন নইলে কিন্তু,
কোতওয়ালি থানায়
আপনার নামে চিটিং-বাজির
মামলা করব।
'বল্টু মিয়া - from বাংলাদেশ।''