ডায়েরির ভাঁজে কবেকার ছেঁড়া,
হৃদয়ের রোদফুল ঝলমলে আঁচে বাঁচে!
পাহাড়ের গাঁয়ে অরণ্যের যাপনলিপি সেরা
তবুও চিনচিনে ব্যথায় আরশির যন্ত্রণা দগদগে কাঁচে!
স্তম্ভিত সময়ের হাঁকডাক শোনো,
কান পেতে ওই নদীর বুকে!
আজন্ম লালন করা স্বপ্ন গোনো
চিলতে সুখের বট ছায়া দেখো পড়বেই ঝুঁকে!!
রাতের বাদলে ঝড়ের ঝাঁপতাল
চাঁদের নূপুরে তরুণী জোৎস্না তাথৈ!
এতো ভালোবাসার তুমি বিছিয়েছো মায়াজাল,
আমার তীর ভাঙ্গা চোখে সাগর ডুবছে অথৈ!
Copy....
