,,,,,,,,,,ঝগড়া,,,,,,,
বিয়ের আগে তোমার চুল কম ছিল।ঝগড়াটে মেয়েদের চুল কম থাকে।ঝিমুও হইছে তোমার মতো!বাবার মাথায় পর্যন্ত বাড়ি দেয়!"
বাবা বলে গেলেন,মা শুনে গেলেন।
বাচ্চারা অনেক কিছু না বুঝলেও আদর বুঝে।যে আদর করে তার কোলে চড়ার জন্য আকুল থাকে।শুধু ব্যতিক্রম মা।মা যদি হাজারও মারেন তবু শিশু মায়ের কোলের জন্য ব্যাকুল থাকে।
ঝিমু বাবার কোলে উঠেই ব্যস্ত হয়ে পড়ে।প্রথম কাজ বাবার চুল টানা।খুব মনোযোগ দিয়ে সে এই কাজ করে।ঝিমু চুল টানলে বাবা খুশিতে আত্মহারা হন।তিনি প্রায়ই বলেন "পিচ্চিরা চুল টানলে এত ভালো কেন লাগে তা নিয়ে গবেষণা হওয়া দরকার!"
চুল থেকে ঝিমুর কচি কচি হাত চলে আসে বাবার গালে।গাল থেকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো কচি হাতের কচি আঙুল চলে যায় বাবার চোখে!মেয়েকে নামিয়ে তিনি চোখ ধরে আর্তনাদ করে উঠেন!চোখে আঙুল ঢুকিয়ে দেয়া অনেক শিশুর কাছে আনন্দময় কাজ।ঝিমুর কাছেও।
বাচ্চারা এত এত আনন্দ দেয়,এত আনন্দের স্বাদ পেলে মাঝেমধ্যে চোখে আঙুল ঢোকানোর মতো যন্ত্রণাও পাওয়া তো স্বাভাবিক!
বাবা চোখ ধরে অস্থির হলেও ঝিমু তখন মায়ের আচলের নীচে আরামেই আছে।মায়ের আচল বড় নিরাপদ,রাজপ্রাসাদের অন্দরমহলের মতো অনিরাপদ নয়।
Muhammad Rakibul Islam
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Md Sijan Ahammed
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?