আসুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক ।
আপনি এখন একজন মহান
ব্যাক্তি সম্পর্কে জানবেন ।
জানার আগে তাকে একটু সম্মান তো করুন ।
একটা সালাম দিন ।
-
ওয়ালাইকুমআসসালাম ।(সালাম নিলাম আর কি)
-নামঃ কাজী নিলয় ।
:আব্বু আদর করে ডাকে বাপ্পী বলে ।
:বন্ধুরা ডাকে পৃথিবীতে যত নিকৃষ্ট নাম
আছে সেগুলো তে ।
:বড় ভাই ডাকে ফাজিল বলে ।
-আগমনঃ ফেব্রুয়ারি মাসে সন্ধ্যে বেলা ।
-পেশাঃ মানুষের বাসায় চুরি করি না ।
-অন্যান্যঃ হালকা পাতলা লিখা লিখি করি ।
:ফেসবুকের বেশ কয়েকটি পেজ এর এডমিন ।
-গায়ের রঙঃ শ্যামলা (একেবারে আকাশের চান্দের লাহান । আকাশের রং শ্যামলা হয় ক্যামতে? )
-উচ্চতা : ৫ ফিট ৭ ইঞ্চি । (মোটামুটি বরই গাছ )
-ওজনঃ খাওয়ার আগে ৫৮ কেজি । খাওয়ার পরে কমু না । হি হি হি (শালা ,কী এইডা.....)
-প্রিয় রঙঃ নীল,কালো (ভাব লইলাম )
-অনুসরনীয় মানুষঃ মহানবী (সাঃ) ।
-পছন্দের মানুষঃ নিজে (এহ আইছে )
-প্রিয় কাজঃ আকাশ কুসুম চিন্তা করা (সারাদিন তো এই কাম ই করি, স্পেশালী টয়লেট এ বইসা )
-প্রিয় খাবারঃ সর্বভুক তবে লোহা লক্কর খাই না ।
-বুদ্ধিমত্তাঃ অতি নিন্মশ্রেনীর বলে ধারনা ( বিনয় করলাম, এহ আমার তে চালাক আছে কেও )
-ভয় করিঃ সাপ,আগুন আর মাইয়া মানুষ (হো,হো,ঠিকই কইছস মামু,তিনডা একি চিজ)
-আমার প্রতি ধারনা-
-আমার প্রতি বন্ধুদের ধারনাঃ "পোলা ভাল,তবে পাগলাটে ধরনের,"(কথা মিথ্যা না)
-আমার প্রতি বাপ মার ধারনাঃ"পুরাই একটা আইলসা, ঘরের কামে একটু ও সাহায্য
করেনা,সারাদিন খায় আর
ঘুমায়,বস্তা কোথাকার
"(মিয়া বুড়া কালে বুঝবা, এই পোলাই তখন তোমাগোরে চাকরি কইরা খাওয়াইব, কষ্ট একটাই তোমরা আমারে চিনলা না )
-আমার প্রতি আমার দাদার (মৃত) ধারনাঃ "আমাদের বংশের একমাত্র চেরাগ, আল্লাহ ওরে বাচায় রাখুক
(দোয়া করার ইমো , আপনেই আমারে চিনছেন একমাত্র )"
-আমার প্রতি আমার চাচা চাচীর ধারণাঃ "ছেলে ভালো,
(চশমা পড়ার ইমো ,আবার জিগায়, আপনেরা চিনবে না তো চিনবে কে )
-আমার প্রতি আমার রক্তের বড় ভাইয়ের ধারনাঃ "ফাজিল,তুই কী সারা জীবনে মানুষ হইবি না? (তুই কী মানুষ?? )
-আমার প্রতি আমার নানা বাড়ির
আত্মীয়দের ধারনাঃ "তোমাকে দিয়ে কিছু হবে না (GP এর অ্যাড এর গান হপে )
-আমার প্রতি ক্লোজ বড় ভাইদের
ধারনাঃ "পোলা মাশাআল্লাহ্,বাটা টেরা"(এইটা কি কইলেন মিয়া ভাইরা )
-আমার প্রতি আপুদের ধারনাঃ "ছেলেটা কিউট কিন্তু খ্যাপাটে ধরনের, ছেলেদের এমন ই মানায়
" (ওহ মাই ডিয়ারলি বি লাভেড
সিস্টার্স, অনলি তোমরাই আমাকে চিনলে,লাভ ইউ )
-প্রতিবেশীদের ধারনাঃ "বাবা তুমি কই থাকো তোমাকে তো দেখাই যায়না" (মিয়া,আপনের বাসায় গেলে না দেখবেন )
-ইমাম সাহেবের ধারনাঃ "কি ব্যাপার বাবা মসজিদে ইদানিং আসনা যে" ( হুজুর আপনেরে কেমনে কই,আমার প্যান্ট নাপাক
থাকে )
-আমার ভবিষ্যৎ কাল্পনিক বউ এর ধারনাঃ "ওহ,তোরে বিয়া কৈরা আমার জীবনডা শেষ" (তুমি কেমনে বুঝবা,আমারও জীবনডা শেষ ;-( ;-( )
-আমার ভবিষ্যৎ ছেলে-মেয়ের
ধারনাঃ ড্যাড, তুমিই.....আমাদের হিরো (আই লাভ ইউ টু কিডস )
-আমার শালা শালির ধারনাঃ "ওহ দুলাভাই, ইউ আর গ্রেট" (শালি সাহেবা ইউ নো, শালি ইজ আধি ঘরওয়ালী )
হো,হো,হো,এট লাস্টে....
-আমার প্রতি আমার নিজের ধারনাঃ আই নো আই এম নট দা পারফেক্ট এন্ড অলসো মে নট বি,বাট আই এম অলওয়েস মি...
(ঘটনা সত্য )
যদি কেউ কখনো আমার এবাউট টি পড়েন তাহলে অবশ্যই কেমন ধারনা হলো আমার প্রতি সেটা ইনবক্সে জানাবেন ।
ধন্যবাদ ।(বাদ যাবে ক্যান ।)
হি হি হি ।