.................$$$$$$$$$বুক চাপড়ানো আর্তনাদ$$$$$$$$$$$.........
এই আমার অযাচিত বেঁচে থাকা
বুক চাপড়ানো আর্তনাদ... আদম্য মৃত্য নাচ
এক অদৃশ্য দেওয়ালের মাঝে বন্দি
নিজেকে খুঁজতে গিয়ে নিজের মাঝেই হারিয়ে যাই।
রাতের আঁধার কে দূরে ঠেলে
নিয়ন আলোয় জলত্ব এই শহরের
পুরোটা জুরে তোমাদের বিচরন
চার দেয়ালের মাঝে আমার জমানো কথা
অব্যক্ত আবেগ নিকোটিনের ধোঁয়ায় আত্তহত্যা করে।
দেয়াল ভাঙ্গতে পারি না...... নিরব অস্তিত্ব জানিয়ে যাই।
আমার এই একলার রাজত্বে
এক রাশ বিষন্নতাই সঙ্গি।
কোন একদিন চলে যাবো কেউ জানবে না
ইতিহাসেও আমার অস্তিত্ব থাকবে না
দু ফোটা অশ্রু নিয়ে চোখে
কেউ শেষ বিদায় জানাবে না।
অমরত্ব চাই না
ভালবাসায় একটি প্রহর বাঁচতে চাই।