বিশ্ব পাপস্থান 
 
অর্ধেক এর ভগবান, আর অর্ধেক শয়তান্! 
 
      ধর্মান্ধরা শোনো, 
 
অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো! 
 
পাপের পঙ্কে পুণ্য-পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ! 
 
সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ। 
 
এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ 
 
পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ, পাপেরে দিলেন দেহ। 
 
      বন্ধু, কহিনি মিছে, 
 
ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে ক্রমে নেমে এসো নীচে,– 
 
মানুষের কথা ছেড়ে দাও, যত ধ্যানী মুনি ঋষি যোগী 
 
আত্মা তাঁদের ত্যাগী তপস্বী, দেহ তাঁহাদের ভোগী! 
 
      এ-দুনিয়া পাপশালা, 
 
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূণ্য-ছালা! 
 
      হেথা সবে সম পাপী, 
 
আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি!
				    				
				    				
				    				
				    				
				    				
				    				
SHAHID SHEPON
back please
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?