রাজনীতি।একটি অসম পুতুলের নাম।
কারো কাছে এই পুতুল কথা বলে,হাসে,পিঠে চড়ে।আবার কারো কাছে এই পুতুল বোবা থাকে,পিঠে রাখে কাটাযুক্ত জ্বিন।রাজনীতি!কখনো মুখ দিয়ে হাটে,আবার কখনো পা দিয়েও হাটে।কখনো আবার শরীর দিয়েও হামাগুড়ি করে।পৃথিবীর বুকে হাজারো অধ্যায়।হাজারো পাঠ,হাজারো পরিক্রমা।পৃথিবী বুকে রাজনীতিটা একটা অধ্যায়,একটা পরিক্রমা।কিন্তু পৃথিবী রাজনীতির জন্য বহুবার মরে,আবার বহুবার বেচে যায়,কখনো পিছিয়ে পড়ে আবার কখনো এগিয়ে যায়।কখনো পৃথিবীর শরীরে শীতাতপ থাকে,কখনো আগুনের লেলিহান শিখা।
কখনো প্রশান্তি,আবার কখনো অশান্তি। কখনো আনন্দ আবার কখনো বিষাদ।রাজনীতি নিয়ে গভীরে ডুব দিয়েছিলাম;দেখেছি এখানে স্বচ্ছতা নেই।রাজনীতির সমুদ্রে ডুব দিয়ে দেখো এখানে অস্বচ্ছতার জয়গান,এখানে সবকিছু করা হয় সাময়িক। দেখো!এখানে ভালোবাসা সাময়িক,এখানে হৃদ্যতা শূণ্যের দিকে।গভীরে যাও!দেখবে এখানে মুখের হাসি দুটি-একটি প্রতারণার আরেকটি কৃত্রিম।বাস্তবতা বলতে কিছু নেই।বড় ভাই,
শ্রদ্ধেয়,প্রিয়,অনুজ,স্নেহাশীষ,স্নেহাস্পদ।
তোমাকে এইসব উপমা আকৃষ্ট করবে!দেখবে একসময় এসব ধোয়া ছিলো।ধোয়া যখন কালো হয়ে চলে সে আলোকে বাধাপ্রাপ্ত করে,বেশ শক্তিশালী থাকে,একসময় ধোয়া শেষ হয়,দেখা যায় ধোয়া ছিলো বাতাশের উপর,তার কালো, নিবিড় শক্তি বাতাশের কথায় হেটেছিলো।
হেটেছিলাম;দেখেছি তাদের অশনিসংকেত।কি চায়?কেন চায়?পাবে কিভাবে? কাদের তারা টার্গেট করবে?কেন করবে? কিভাবে করবে?নতুনরা বেশ দুঃসময়ে তোমরা,তখন ছিলাম যখন প্লানগুলো হয়েছিলো।তোমরা এখন শুধু শ্লোগান আর আদেশ মানছো!কিন্ত আদেশের পিছনে যে অশনি সেটি তোমরা জানোনা।সেটি জানি।ভবিষ্যত বলে যদি কোন বিষয় সত্যি হয়, এভাবে চললে দেখবে তোমাদের আগামী বলতে অন্ধকার বৈ কোন আলো নেই।