আগে যখন প্রথম Dent চালু হয়ে ছিলো তখন নানা ভাবে Hacking করে dent নিয়া যেত কিন্তু এখন আর Dent অ্যাপ Hacking করা যাই না বা যাচ্ছে না।
তাই আমি আছকে একটা Hacking নিয়ম এর মত একটা নিয়ম নিয়ে এসেছি, যা দিয়ে খুব সহজে আপনার Dent বাড়াতে পারবেন।
এটা আমি শুধু gp সিমে try করছি। আর আন্ন সিমে হবে কি না তা বলতে পারছি না আপনারা আন্ন সিমে try করে দেখতে পারেন।
বেশি কিছু বলবো না সরাসরি মূল কাজে যাই
তো শুরু করা যাক।
যাদের Dent একাউন্ট নাই তারা এখান থেকে ডাউনলোড করেন। একাউন্ট খুলে নিন।
এবার dent mod version টা ডাউনলোড করেন।
আর যদি এই অ্যাপ টা কাজ না করে তা হলে App Cloner অ্যাপ দিয়ে একটা mod version বানিয়ে নিবেন।
তার পর dent mod version টা তে আপনার আসল একাউন্ট টা Long in করেন।
আর যে Dent অ্যাপ টা খালি Dent তা Clear Data দিয়ে দেন।….
তার পর dent mod version টা থেকে আপনার রেফার লিঙ্ক টা এখানে ক্লিক করে কপি করে।