নিশ্চিন্তে ডলার ক্রয় ও বিক্রয় করুন
আমাদের সোনার বাংলাদেশ সামগ্রিকভাবে দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি উন্নত হচ্ছে ICT দিক দিয়ে। যে দেশ/জাতি যত ICT তে উন্নত সে জাতি/ দেশ তত উন্নত। দেশে এখন ঘরে বসেই আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম করছেন লক্ষ লক্ষ বেকার ছাত্র-ছাত্রীরা। স্বাবলম্বী হচ্ছেন অনেক অসহায় বেকার মানুষ। আজকে সে সকল বেকার ভাই-বোনদের জন্যই আমরা নিয়ে এসেছি নতুন আনন্দের সংবাদ। ঘরে বসেই এখন ডলার লেনদেন করতে পারবেন। আপনারা হয়তো অনেকে জানেন যে অনেক লোকই ডলার লেনদেন করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাদের কষ্টের অর্জিত টাকা তারা নিমেষেই হারিয়ে ফেলছেন একমাত্র সেই অসৎ লোকদের জন্য। যারা আসলেই চাইনা আমাদের বেকার ভাই-বোনেরা যাতে স্বাবলম্বী হয়। আর ডলার প্রতারকদের হাত থেকে বাঁচাতে আমাদের এই ক্ষুদ্র প্রচষ্টা।
http://epaybis.com/ বাংলাদেশের মধ্যে ডলার ক্রয় ও বিক্রয়ের একটি বিশস্ত ওয়েব সাইট, এখানে আপনারা নিশ্চিন্তে dollar/USD buy, sell and exchange করতে পারবেন। এই ওয়েব সাইটটি অত্যন্ত ভাল মানের এবং মানসম্মত সাইট।
আমাদের সাইটে যে ডলার গুলো পাচ্ছেন সেগুলো হলঃ perfectmoney, Bitcoin/BTC, Payza, Skrill, Neteller, Payeer, ইত্যাদি। এখানে কম মূলেই ডলার ক্রয় করা যায় এবং বেশি দামে ডলার বিক্রয় করা যায়। এছাড়া ১০-১৫ মিনিটের মধ্যেই আমরা Bkash অথবা Mobile Banking DBBL এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। তাই যত দ্রুত সম্ভব আজই http://epaybis.com/এ একটি একাউন্ট create করুন আর লেনদেন করুন নির্ভিকনে। আরো জানতে http://epaybis.com/forex-trading
অনলাইন আয়ের মাধ্যমে আমাদের দেশ আরো এক ধাপ এগিয়ে যাক এবং দূর হোক বেকার সমস্যা এটাই আমাদের প্রত্যাশা। আশা রাখি উন্নত দেশের মত আমাদেরও অনলাইন ব্যাকিং আরো উন্নত হবে। সফল হবে আমাদের দূরগম পথ চলা। লেখাটা একটু যদি ভাল লেগে থাকে আপনাকে ছোট্র অনুরোধ করব আমাদের ওয়েব সাইটে একবার ঘুরে আসুন http://epaybis.com/terms-and-conditions। স্বপ্ন দেখুন আমাদের সাথে। চোখ রাখুন উন্নয়নের পথে। আমাদের এই লেখা যদি বাংলাদেশের কোন অনলাইন ইনকামকারী ব্যাক্তির উপকার হয় তাহলেই আমরা সার্থক হব। আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন http://epaybis.com/
Join face book group
https://web.facebook.com/groups/786776191854978/