ব্রেক্সিট নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর
.
#ব্রেক্সিট মানে কী?
'ব্রিটেন এক্সিট' নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে- যা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া।
.
#ব্রেক্সিট চুক্তি কী?
মূল বিষয়গুলো:
*অর্থকড়ি: ইউরোপীয় ইউনিয়নের দেনা চুকাতে যুক্তরাজ্য ৩৯ বিলিয়ন পাউন্ড দিবে।
*সময়সীমা: ২০১৯ সালের ২৯ মার্চ থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর। এই সময়ের মধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেদের মধ্যে বাণিজ্যিক বিষয় ঠিক করে নেবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের মানিয়ে নেবে।
*অভিবাসন: ৩১ ডিসেম্বর ২০২০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা এবং তাদের পরিবার মুক্তভাবে যুক্তরাজ্যে আসতে পারবেন।
বাণিজ্য: অন্তর্বর্তী সময়ে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কোন পরিবর্তন হবে না।
উত্তর আয়ারল্যান্ড: ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাজ্য, কেউ চায় না উত্তর আয়ারল্যান্ড আর রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মাঝে কোন কড়া সীমান্ত থাকুক। তাই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, ব্রেক্সিট নিয়ে বোঝাপড়ায় যাই ঘটুক না কেন, এখানে সীমান্ত উন্মুক্ত থাকবে।
.
#উত্তর আয়ারল্যান্ড ও রিপাবলিক অফ আয়ারল্যান্ড
পুরো ব্রেক্সিট আলোচনার মধ্যে এটা দুই পক্ষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোন পক্ষই চায় না, উত্তর আয়ারল্যান্ড ও রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মাঝে প্রহরী চৌকি, তল্লাশি ঘটুক।সুতরাং তারা একটি 'ব্যাকস্টপে' সম্মত হয়েছে, যার মানে এই দুইটি দেশের মাঝে কখনোই কড়াকড়ি সীমান্ত থাকবে না।এর মানে পুরো যুক্তরাজ্যে না হলেও উত্তর আয়ারল্যান্ডে খাবার, পণ্যের মানে কিছু ইইউ রীতিনীতি অব্যাহত থাকবে।এই পদ্ধতি শুধুমাত্র তখনি কার্যকর হবে, যদি ইইউ আর যুক্তরাজ্যের মধ্যে অন্তর্বর্তীকালীন সময়েও কোন বাণিজ্য চুক্তি না হয়।কিন্তু বিষয়টি বিতর্কিত। অনেকে হয়তো বলবেন, এর ফলে যুক্তরাজ্যকে এখনো ইইউ আইনের মধ্যে থাকতে হচ্ছে। আবার উত্তর আয়ারল্যান্ডের ক্ষেত্রে আলাদা বিধিবিধান থাকবে, এটাও অনেকে পছন্দ করছেন না।
.
#ব্রেক্সিট চুক্তি নিয়ে কখন পার্লামেন্ট ভোটাভুটি করবে?
২৫ নভেম্বর যুক্তরাজ্যের সঙ্গে বিচ্ছেদ চুক্তি অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।এখন প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রিটেনের পার্লামেন্টে এমপিদের সমর্থনের জন্য তুলবেন।
৪, ৫, ৬, ১০ ও ১১ ডিসেম্বর—এই পাঁচ দিন চুক্তি নিয়ে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কের জন্য প্রতিদিন ৮ ঘণ্টা করে সময় বরাদ্দ রাখা হয়েছে। ১১ ডিসেম্বর সর্বশেষ বিতর্কের পর চুক্তি গ্রহণ বা বর্জন প্রশ্নে এমপিদের ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
.
আপাতত মনে হচ্ছে, তার এই চুক্তিটি হয়তো পার্লামেন্টে প্রত্যাখ্যাত হবে। রক্ষণশীল দল থেকে তিনি যেমন পর্যাপ্ত সমর্থন পাচ্ছেন না, তেমনি অন্য দলের এমপিরাও এই চুক্তি নিয়ে সন্তুষ্ট নন।
.
#আসলেই কি কখনো ব্রেক্সিট হবে?
যুক্তরাজ্যের আইন বলছে, ব্রেক্সিট হতে যাচ্ছে।তবে অনেকে দ্বিতীয় দফার গণভোটের জন্য দাবি তুলেছেন। তারা প্রশ্ন তুলতে চান, 'চুক্তির বিস্তারিত জানার পরেও কি আপনি চান যে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাক?'এটা হলে হয়তো ব্রেক্সিটের বিষয়টি বদলে যেতে পারে-তবে টেরেসা মনে বারবার বলে আসছেন, দ্বিতীয় দফার গণভোট হবে না।
চুক্তির সমর্থনে জনমত গড়তে প্রধানমন্ত্রী মে পুরো দেশ সফরে নেমেছেন। বারবার গণমাধ্যমে হাজির হয়ে চুক্তির পক্ষে নানা যুক্তি তুলে ধরছেন।
.
#চুক্তির কারণে কেমন ক্ষতি হতে পারে
ব্রেক্সিট চুক্তির কারণে প্রতিবছর যুক্তরাজ্যকে প্রায় ১৩ হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়তে হবে।
লন্ডনভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোস্যাল রিসার্চের (এনআইইএসআর) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
.
ব্রিটিশ পার্লামেন্টে সদস্যদের ভোটে চুক্তিটি কার্যকর হলে ২০১৯ সালের মার্চে কার্যকর হবে ব্রেক্সিট। এতে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য কমবে। বিদেশি বিনিয়োগ, রাজস্ব আয় ও জিডিপি হ্রাস পাবে।
এ জন্য ২০৩০ সাল নাগাদ দেশটির ১০০ বিলিয়ন পাউন্ড ক্ষতি হবে বলে পূর্বাভাস দিয়েছে এনআইইএসআর।
.
সংগৃহীত ও পরিমার্জিত