নাম : আরিয়ান বয়স : বাড়তেছে জন্ম : কোনো এক সালের সাতই ফেব্রুয়ারী!! প্রিয় রং : লাল,গোলাপী, আসমানী । প্রিয় খেলা : ভাই সিটি । প্রিয় খাবার : চা বা কফি,বাসার যে কোন খাবার & smoke। প্রিয় কাজ : আড্ডা দেওয়া ( বেশি সময় দেই কম্পিউটার এর সাথে ) প্রিয় বাক্য : ১) আমি সহজ-সরল,আবার জটিল । ২) ভালবাসা হতে হবে 100% পিওর । মারামারি : পছন্দ করিনা । পলিটিকাল : সেটা আবার কি ? প্রেম বা গার্ল ফ্রেন্ড : পার্মিশন নাই । পাসওয়ার্ড মারা । প্রিয় বই : Facebook । প্রিয় লেখক : অনেকের বই পড়ি। কিন্তু কাউকে এখনও ঠিক করি নাই । ভাগ্য : টপ সিক্রেট । ডাবল পাসওয়ার্ড । ঠিকানা : বাংলার ভিতরে কোন এক জায়গায় । ইচ্ছা, শখ, লক্ষ ও উদ্দেশ্য : সব থেকে আজগুবি । কিন্তু সফল করব আমি ইনশাআল্লাহ । এমন এক রমণীর সন্ধান পাবো যার পুরটা জুড়ে আমি । যে হবে সুন্দরী, সুশীলা, চঞ্ঝলা! লাজুক হাসি থাকবে মুখে, আমার সাথে করবে মজার দুষ্টামি, যাকে নিয়ে হাটা যায় মহাকালের পথ ধরে আজীবন, সে সত্যি, সে আমার ভালবাসা । প্রিয় গান : অনেক গুলা!!! মূল বৈশিষ্ট্য : যাহা বলি তাহা করি!! ● আমি আমারই মতোন, কারো সাথে আমার তুলনা করতে যাবেন না যেন ҉ ● আমার দুনিয়াটা আমার মতো করে সাজাতে ভালোবাসি, কারো হস্থক্ষেপ কাম্য নয় ҉ ● অকর্মের ঢেকি......কাজের মধ্যে----- খাওয়া,ঘুরা-ফেরা, বাবার টাকা নষ্ট করা, মাঝে মধ্যে বই পড়া..... আর Full Time Adda+ Friends ҉ ● আমি যার কাছে পরিচিত তার কাছে অনেক কিছু,, কিন্তু অচেনাদের কাছে হয়তো কিছুইনা ҉ ● আমার সবচেয়ে বাঁজে মুহুর্ত তখন, যখন দেখি কেউ আমায় অবহেলা করে....... এটা একদমই সহ্য করতে পারি না ҉ ● আর একটা বিষয়....... আমায় রিকোয়েস্ট পাঠানো বা Grant করার আগে এটা ভাববেন ........... আমি এস এম এস করলে আমার এস এম এস এর Ans দিতে হবে....... যদি পারেন তবে রিকোয়েস্ট Sent or Grant করবেন ҉ ● আমি অনেকটা আয়নার মতো.......! আয়নার সামনে দাড়িয়ে যেমন করেন, তার প্রতিফলনও তেমন আসে । ঠিক সেরকমেই.... আমার সাথে যেমন আচারণ করবেন তার ষোলোআনা ফেরৎ পাবেন ҉ ● সর্বপরি আমি সবার জন্যে Helpful...... আমি যতটুকু জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি ҉ ● আমি কারো ভাবের ধার ধারি না....... ভাব ওয়ালা/ওয়ালি ১০০ কি. মি. দুরে থাকুন ҉ কষ্ট করে আমার প্রফাইল দেখার জন্যে ধন্যবাদ ।।
Mahmudul Hasan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Habibullah Mullah
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Kabir Bakul
Delete Comment
Are you sure that you want to delete this comment ?