বিশ্বাস, না থাকলে এতোদিন পৃথিবী ধ্বংস হয়ে যেতো।বিশ্বাস আছে বলেই আমাদের সমাজ বেঁচে আছে! বিশ্বাসী মানুষ যদি এই দুনিয়া থেকে উধাও হত তাহলে আমরা কারো কাছে কথা দিয়ে বা নিয়ে শান্তি পেতাম না!আমরা মানুষ তাই আমরা দুই দন্ড শান্তিতে থাকতে বিশ্বাসী মানুষের আশ্রয় নেই!কিন্তু সেই মানুষ যদি দুর্বলতার সুযোগ নিয়ে নিজের মন বা বিশ্বাস নিয়ে খেলা করে তাহলে আমাদের টিকে বড় দায় হয়ে যেত!দুই একজন হলেও এই নিষ্ঠুর দুনিয়ায় বিশ্বাসী লোকের দেখা পাওয়া যায়!তাঁরা অনায়াসে মানুষের উপকার ছাড়া কিছুই করেনা!তাঁরাই হলো দেশের প্রাণ আরভবিষ্যৎ.....!!
Lovely Akter
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Habibullah Mullah
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟