"ইনসাফ"
আমি প্রথম থেকেই বলে এসেছি "ইনসাফ" ই সেই সিনেমা যেটা রাজ কে সব ধরনের সিনেমা প্রেমিদের কাছে পৌছে দিবে, আর সেটা নিজের চোখে দেখলাম যখন রাজ সিনেমা শেষে হল ভিজিতে আসলো। নিজের পছন্দের নায়ক কে এতো এতো ভালোবাসা পেতে দেখতে প্রচন্ড ভালো লাগা কাজ করছিল তখন.. ❤️
এখন আসি "ইনসাফ" কেমন হল সেই প্রসঙ্গে। আমি এক কথায় বলতে পারি এটি শতভাগ প্রভাবমুক্ত একটি বাঙালি সিনেমা। এটা কে প্রভাবমুক্ত বলার পিছনে আমার শক্ত যুক্তি হল এই সিনেমার একশন, বিজিএম কিংবা সিকোয়েন্স কোন কিছুই আপনার কাছে ইন্সপায়ারড মনে হবে না। অনেকদিন পর এমন শতভাগ খাটি বাঙালি সিনেমা দেখে অসাধারণ লাগলো। প্রধান তিন চরিত্রের জন্য আলাদা বিজিএম ছিল, প্রতিটাই দারুণ লাগছিল শুনতে দৃশ্যের সাথে তাল মিলিয়ে। "ইনসাফ" এর গল্প আপনার কাছে কিছুটা পুরনো রকমের মনে হলেও এর প্রেজেন্টেশন ছিল খুবই পরিচ্ছন্ন, যেটা আপনাকে পুরোটা সময় ধরে রাখবে।
অভিনয় এর কথায় আসলে Sariful Razz কে নিয়ে আলাদা আর কি বলবো! যতোই বলবো ততোই কম! এই সিনেমায় তার দুই ধরনের পারসোনালিটি ছিল, দুইটাই সে সমান ভাবে দারুণ অভিনয় করছে। বিশেষ করে চশমা পরা লুকটা ক্রাশ খাবার মতোনই ছিল! তবে বিশেষ করে যার কথা না বললেই নয়, সে হল Tasnia Farin! আমি আসলে কল্পনাও করিনি কর্মাশিয়াল মুভিতে তার আগমন এতোটা গ্রেন্ড হবে! সত্যি বলতে, রাজ এর এন্ট্রি থেকে ফারিনের এন্ট্রি ছিল চমৎকার, সাথে শাড়ি পরা ফাইট সিকোয়েন্স তো ছিল দুর্দান্ত! পুলিশের "জাহান" চরিত্রে আমার মনে হয় না ফারিন ছাড়া আর কাউকে এতোটা মানাতো! অন্যদিকে মোশারফ করিমের স্কিন প্রেজেন্স কম হলেও তার চরিত্রে একটা চমক আছে, যেটা ভালো ছিল!
সব মিলিয়ে "ইনসাফ" পয়সাউসুল সিনেমা, এবং অবশ্যই খাটি বাঙালি সিনেমা। এখনো যারা দেখেন নাই, দেখে নিতে পারেন। ❤️
লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখে। শত শতজন চেষ্টা করে। কেবল একজনই নাম্বর ওয়ান হয়, আর তিনি হচ্ছেন সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। ❤️🔥
#shakibkhan #taandob
সাংবাদিক, নাট্যকার ও অভিনেতা।
Ezaul Islam Siam
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Nuhin Al Fardin
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?