ভর্তি চলছে........... ভর্তি চলছে............. ভর্তি চলছে
ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টারে ১৪তম ব্যাচে জানুয়ারী-জুন ২০১৮ইং সেশনে কম্পিউটারের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। তাই কম্পিউটার কোর্সে প্রশিক্ষণ নিতে চাইলে আমার অফিসে যোগাযোগ করতে পারেন।
================
কোর্স সমূহ :
** Office Application
** Database
** Graphic
** Web Design
=================
ভর্তি হয়ে যা প্রয়োজন হবে:-
** JSC/SSC/HSC/সমমান/স্নাতকত্ম পাশের যে কোন একটি সার্টিফিকেটের ১ কপি ফটোকপি।
** ২ কপি পাসপোর্ট সাজের রঙ্গিন ছবি।
** রেজিষ্ট্রেশন ফি (১০০০/=টাকা)
====================
সেন্টারের কিছু বৈশিষ্ট্য ও নিয়ম :-
** সর্বক্ষনিক CCTV ক্যামরা দ্বারা ভিডিও ধারণ
** ফিঙ্গারপ্রিন্ট মেসিন এর দ্বারা ডিজিটাল পদ্ধতিতে ছাত্র/ছাত্রীদের হাজিরা
** সপ্তাহে ৬ দিন ক্লাশ। কমপক্ষে ৪ দিন ক্লাশে উপস্থিতি বাধ্যতামূলক
** প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
** পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা
** প্রতি সপ্তাহে ক্লাশ পরীক্ষা নেয়া হয় এবং পুরষ্কার দেয়া হয়।
** যদি কোন ছাত্র/ছাত্রী ক্লাশে উপস্থিত না থাকে তবে তাতক্ষনিক অভিভাবকদের জানিয়ে দেয়া হয়।
** দূর্বল ছাত্র/ছাত্র্রীদের আলাদা নজরদারী।
** চাকুরীজীবি ও ব্যবসায়ীদের জন্য আলাদা ব্যবস্থা।
** প্রয়োজনে শুধু রেজিষ্ট্রেশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটরও ব্যবস্থা আছে।
** কোর্স শেষে মডেল টেষ্ট পরীক্ষায় বিজয়ীদের বিশেষ পুরস্কার দেয়া হয়।
** কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয় ।
** পরীক্ষায় ১০০% A+ পাওয়ার নিশ্চিয়তা।
** অসুস্থতার কারণে বা অন্য বিশেষ কারণে যদি কোন ছাত্র/ছাত্রী না আসতে পারলে তাকে পরে আলাদা ভাবে প্রোগ্রাম শিখিয়ে দেয়া হয়।
=======================
বি:দ্র : যদি আপনার কোন মতামত বা পরামর্শ দেবার থাকে তবে অবশ্যয় কমেন্ট করে জানাতে পারেন। কারণ তাহলে আমি ছাত্র/ছাত্রীদেরকে কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে মানউন্নায়ন ও সেন্টারের উন্নতি করতে যহায়তা হবে।
==========================
যোগাযোগের ঠিকানা:
ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার
পরিচালক: মো: আশাদুজ্জামান রাসেল
রাণীহাটি বাজার, কলা পট্টি, আল্লার দান মার্কেট (২য় তলা), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
মোবাইল : ০১৭২৫৩৪৫৬৭৭