বঙ্গবন্ধুও ভাষ্কর্য।
কেউ একজনকে বলতে শুনেছি ভাষ্কর্য থাকলে বাচলে নাকি ইতিহাস বাচবে তাই ভাষ্কর্য থাকা স্হাপন করা জরুরী! আচ্ছা কবে কখন ভাষ্কর্য থেকে আপামর জনগন উজ্জীবিত হয়েছিলো??? স্বাধীনতার সময়,উনসত্তরে নাকি ৫২ এর ভাষা আন্দোলনে? ইসলাম প্রধান দেশে বৃহত্তর একটা অংশ যেহেতু ভাষ্কর্যের বিপক্ষে সেহেতু পরিবেশ ঘোলাটে করে ভাষ্কর্য নির্মান করার কি খুব প্রয়োজন?
ইতিহাস মানুষ জানবে সঠিক চর্চার মাধ্যমে! ভাষ্কর্য নির্মান করার দ্বাড়া নয়। বঙ্গবন্ধুর নামে জাতীয় স্হাপনা, মসজিদ,কিংবা তার চেয়ে বড় কোনো কিছু নির্মান করা যেতে পারে!আয়া সুফিয়া,কুতুব মিনার,তাজমহল ঐগুলা কি ভাষ্কর্য থেকে কম? আর শিক্ষা পাঠ্যসূচিতে তো প্রতিনিয়ত পড়ছিই বঙ্গবন্ধুর ইতিহাস
একটা ভাষ্কর্য কখন বঙ্গবন্ধুর প্রতিনিধিত্ব করতে পারেনা হতে পারেনা! বঙ্গবন্ধু তারো উর্ধে ছিলো আছে থাকবে।😍
Md. Mashum Ali
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?