❤️❤️❤️বাবার কষ্টের
রোজগার/আয় ❤️❤️❤️❤️
আবশ্যই গল্পটি পড়বেন 👇👇👇
আমি,5হাজার টাকা লাগবে
বাবা,কেন কি করবি
আমি,বেড়াতে যাবাে
বাবা,তা কোনদিন বেড়াতে যাবি
আমি, আগামিকাল যাবে
বাবা,ঠিক আছে ,আমি একটু বাহিরে যাবাে এক
দিনের জন্য দোকানটায় বসেস( আমাদের মুদি
দোকানের কথা বলছে)
আমি,ঠিক আছে।
পরেরদিন বাবা চলাে গেল বাহিরে আমি দোকানে বসলাম এইটুকু দোকান সামলাতে
হিমশিম খাচ্ছি।
এবং খুব কষ্ট হচ্ছে এর আগে এত কষ্ট
আমি জিবনে করি নেই
দিনশেষে টাকা হিসাব করে দেখলাম 500 টাকা
বিক্রি হয়েছে
পরে দিন বাবা চলাে আসলাে বাড়িতে
বাবা,এই নাও তােমার বেড়াতে যাবার 5000 টাকা
আমি,আমি লাগবে না
বাবা,কেন
আমি,টাকা রােজগার করতে এত কষ্ট তা আগে
জানতাম না
বাবা,ছেলে মেয়ের সুখের জন্য সব করতে পারে "তাই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না"
Md. Mashum Ali
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?