@Rahman753
কৌতুক এক : আরেকটু কালি দিন
বল্টু ভোট দিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞাসা করলো, ‘স্যার আঙ্গুলের এই দাগ কি পানি দিয়ে ধুলে যাবে?’
অফিসার: না।
বল্টু: তাহলে স্যার, সাবান দিয়ে ধুলে যাবে?
অফিসার: না।
বল্টু: তাহলে স্যার, কত দিন পরে উঠবে?
অফিসার: (বিরক্ত) এক বছর পর যাবে। বল্টু: তাহলে আরও একটু দেবেন স্যার?
অফিসার: কেন?
বল্টু: চুলে লাগাব স্যার। আজকাল হেয়ার ডাইগুলো এক সপ্তাহের বেশি থাকে না!
আরও পড়ুন : আজকের কৌতুক : ডেট করতে গিয়ে যা বলবেন না
****
কৌতুক দুই : তৃতীয় ভোটটা দিলো কে?
এক লোকের ইচ্ছে হয়েছে তিনি সংসদ নির্বাচন করবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েও গেলেন। ভোট হলো। গণনা শেষে দেখা গেল, তিনি মাত্র তিনটি ভোট পেয়েছেন!
লোকটির স্ত্রী তো রেগে আগুন। বললো, ‘আমি আগেই সন্দেহ করেছিলাম, তুমি নিশ্চয় অন্য কোনো মেয়েকে ভালোবাসো। তা না হলে তৃতীয় ভোটটা দিলো কে?’
আরও পড়ুন: আজকের কৌতুক : ভয় পেয়ে খাটের নিচে ঢুকেছে
****
কৌতুক তিন : বিল পাস
ভোটার নেই, নির্বাচনী আমেজ নেই, মিটিং-মিছিল নেই, স্লোগানের হট্টগোল নেই। কিন্তু তার পরও এক নেতা হাজার হাজার পোস্টার ছাপিয়েছেন।
প্রেসের লোক এসে বলল, ‘স্যার, এত পোস্টার ছাপাইলেন, বিলটা কিন্তু এখনো পাইলাম না।’
নেতা বললেন, ‘খাড়াও মিয়া। সংসদে তো যাইতেছিই। তখন তো খালি বিলই পাস করমু
Habibullah Mullah
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
@$hr@ful !$l@m009
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Farhan Faysal Anick
Delete Comment
Are you sure that you want to delete this comment ?