রাতের চোখে দেখ চেয়ে
জোছনার অভিপ্রায়ে
নিশাতুল মন আমার
খুঁজছে তোমায়
শূন্যতা বুকে নিয়ে
মৌনতা ভেঙ্গে দিয়ে
একাকীনি মন আমার
ভাবছ কি রাত জেগে জেগে
আঁকছে তোমায়
এসো তবে অনুভবে
ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল
ভবের বিমুগ্ধতায়
ভাবছ কি রাত জেগে জেগে
অচেনা কোন আ মেঘে
কাঁপছে কে থর থর
খুব অজানায়
আঁকছ কি ফুল রংতুলিতে
মন উদাসী খনগুলিতে
কখনো কি বুক জুড়ে
ঝর বয়ে যায়
এসো তবে অনুভবে
ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল
ভবের বিমুগ্ধতায়
শুনছ কি সুর নিরাভতায়
অজানা ডাকে হারাবার
বসছ কি নীল চেয়ারটাতে
জুড়ে বারান্দায়
দেখছ কি বিমূর্ত ছায়ায়
অন্ধকারে অন্য মায়ায়
ভাবনা কি দুর দেশে
হারিয়ে যায়
এসো তবে অনুভবে
ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল
ভবের বিমুগ্ধতায়
রাতের চোখে দেখ চেয়ে
জোছনার অভিপ্রায়ে
নিশাতুল মন আমার
খুঁজছে তোমায়
শূন্যতা বুকে নিয়ে
মৌনতা ভেঙ্গে দিয়ে
একাকীনি মন আমার
আঁকছে তোমায়
এসো তবে অনুভবে
ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল
ভবের বিমুগ্ধতায়
এসো তবে অনুভবে
ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল
ভবের বিমুগ্ধতায়
I'm a student
Habibullah Mullah
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Md shah Alom
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Most. Mobassira Akhter
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟