আসসালামু আলাইকুম 
হে বন্ধুরা সবাই আশা করি অনেক ভাল আছেন আমিও 
ভালো আছি আপনাদের দোয়ায় । 
অনেকেই হয়তো মন কে প্রশ্ন করে ফেলেছেন 
যে ১১ টাকায় আবার মোবাইল ,টেলিভিশন পাওয়া যায় নাকি 
আবাল সব এমনটাই কল্পনাতে আটকে রেখেছেন 
অনেকেই হয়তো পোস্টি ভুয়া মনে করে কিছু না পরে 
রিপোর্ট করে ফেলেছেন আরে ভাইয়ারা দারান এটা 
১০০% সত্য আর এ বিষয়ে আপনি নিজে চাইলেও খোজ 
নিয়ে দেখতে পারেন। 
সাম্প্রতিক দারাজ অ্যাপ অনেক দিন আগে থেকে ভেবে 
রেখেছিল তারা আমাদের এমন কিছু দিবে যা আমরা 
কখনোই ভাবিনি আর সেই চিন্তার পর থেকে তারা ও কিছু 
কোম্পানি মিলে এই আয়োজন করে তাদের মধ্যে 
রয়েছে রয়েছে অনেকের পছন্দ স্যামসাং যাইহোক 
আমরা আজ জানবো কিভাবে আপনিও নিবেন ১১ টাকায় 
মোবাইল তবে হ্যা এখনি কিন্তু নিতে পারবেনা তোমাকে 
১১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা তেমন 
কোনো ব্যাপার না এ কয়েকদিন কিছু টাকা যোগার করতে 
করতে চলে যাবে আরে ভাই সময় এসেছে 
সুযোগের টাকা জমাও তো ১১ টাকায় কিন্তু যতখুশি 
মোবাইল হা হা আনন্দিত আর বাসায় ডেলিভারী দেওয়ার 
জন্য কিছু ৪৫ টাকা এক্সট্রা দিতে হবে তাহলে একটি পণ্যর 
জন্য খরজ হয় ১১+৪৫=৫৬ টাকা এখন যদি ২ টি নেন তাহলেও 
ডেলিভারী চার্জ ৪৫ টাকাই হবে ওকে 
তো চলুন দেখে নেই কিভাবে পাবেন 
আপনি সত্যতা যাচাই করতে দেখে নিতে পারেন দারাজ 
ভেরিফাইড ফেসবুক পেজ এখানে ক্লিক করে দেখুন 
Facebook Page Screenshots 
দেখে নিন ১১ টাকায় কি পাবেন ? উওর হয়তো বিস্কুট আর 
দারাজে কি পাবেন স্মার্টফোন ইত্যাদি ইত্যাদি। 
এখন আপনার কাজ দারাজের অ্যাপটি ডাওনলোড করাApk 
Download Link 
অ্যাপটি ডাওনলোড করতে একটু সমস্যা হয়ে পারে জাস্ট একটি 
ক্যাপচা ভেরিফাই করবেন তাহলেই ওকে আর সম্যসা হলে আমি 
তো আছি আপনার পাশে পোস্টের শেষে ফেসবুক আইডি 
দিয়ে দিবো সেখানে নক দিবে আর হয় আমি কমেন্ট এ 
রিপ্লে দিতে দেরি হতে পারে ফেসবুকে আমাকে দ্রুত 
পাবে আরে কথা বেশি বলতেছি ভাই চলো দেখি পরের 
স্টেপগুলো। 
অ্যাপটি ওপেন করে আপনি জিমেইল দিয়ে একটি একাউন্ট করে 
নিও আমি ওয়েবসাইট দিয়ে একটু পর দেখিয়ি দিব যেকোনো 
একটা থেকে করলেই হবে । 
Follow My Ss 
উপরে দেখানো টপ পিক লেখা ওখানে যখন দেখবে ১১.১১ 
লেখা তখন ক্লিক করবে তার আমার স্কিনশট দেখে নাও .. 
পাটনার গুলো দেখে নিতে পারেন লাক্স, ভিট, স্যাম, উমিডিগি 
ইত্যাদি ইত্যাদি । এখন দেখে নিন মোবাইল টেলিভিশন সহ আরো 
কেমন কেমন পোডাক্ট আপনি পেতে পারেন । 
Follow My Screenshots 
টপ ব্যান্ড এর মধ্যে রয়েছে Symphony, Samsung, xiomi, 
logitech,singer,LG, SONY, GARNIER, EASTASY ORIN ASUS, 
Bata, Apex, Apple,Nikon, Canon এই পন্য গুলো তুমি নিতে 
পারবে তাছারা আরো অনেক পন্য রয়েছে সেগুলো ১১ 
তারিখে ১১ টাকায় কিছু পন্য পাবে আর বাকি পন্য ৮৩% ডিস্কাউন্টে 
বাকি আছে আর মাত্র ৬ দিন তারপর দেখতে পাবে দারাজের 
অ্যাপে বাকিটা আমি ১১ তারিখ অথবা ১০ তারিখ পোস্ট দিব কিভাবে 
অর্ডার করবেন হাতে কিভাবে পন্য পাবেন এখন শুধু দারাজের 
অ্যাপ ডাওনলোড করে রাখুন আর মাজে মাজে দারাজের 
ফেসবুক পেজে নজর রাখেন। 
এখন কথা পেমেন্ট কিভাবে দিবেন তাদের চিন্তা করতেছেন 
আছি তো আপনাদের পাশে আর পেমেন্ট টা তাদের কিভাবে 
দিবেন আপনার ইচ্ছা চাইলে পন্য হাতে পেয়ে দিতে পারেন 
অথবা বিকাশ এ দিতে পারেন অগ্রিম, তাদের সাথে যোগাযোগ 
করে নিবেন ফেসবুক পেজে নাম্বার আছে তাদের। 
  ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন 
সাইন আপ এ ক্লিক করে তারপর আপনার নাম্বার আর পাসওয়ার্ড 
দিয়ে রেজিস্ট্রেশন করে নিন যদি অ্যাপ ডাওনলোড করে 
রেজিস্ট্রেশন করেন তাহলে ইমেইল দিয়ে করতে পারেন 
ওয়েবসাইট লিংক পেতে 
এখানে ক্লিক করুন 
Follow My Ss 
এরকম ভাবে কাজ করবেন আর মনে রাখেন ১১ টাকায় পন্য 
পেতে হলে আপনাকে অবশ্যই দারাজ অ্যাপ ব্যাবহার করতে 
হবে যাইহোক বিদায়ের শেষে দেখিয়ে দেই অ্যাপের 
কতটা রেটিং আছে.. 
দেখে নিন প্রায় সবাই ভালো মন্তব্য করেছেন তবে 
অনেকেও অনেক কথা বলেছেন আর বাংলাদেশে অন্যান্য 
অ্যাপ এর থেকে দারাজ কে আমি বেস্ট মনে করি পোডাক্ট 
ডেলিভারি দিতে একটু সময় নিতে পারে তবে চিন্তা করবেন না 
এখনি সব প্লেন করে রাখুন দারাজ অ্যাপ এ চার্ট করে রাখুন কি কি 
কিনতে চান যাস্ট অপেক্ষা সময় আসার সবাই ভালো থাকুন সুস্ত 
থাকুন
 
					 
						 
                                     
				    				 
				    				 
				    				 
				    				 
				    				 
				    				 
         
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
             
       
      