What is TimeStope ? How to create TimeStope account? | #currency #crypto #timestope #timestope #earnmoney #tips #tips and Tricks
@GKibria
What is TimeStope ? How to create TimeStope account? | #currency #crypto #timestope #timestope #earnmoney #tips #tips and Tricks
Bollywood Super Star Salman Khan Sang a song about awareness of coronavirus | ##song #salmankhan
করোনাভাইরাস: বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য কঠোর সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য জানায় দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৫০০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং প্রাদুর্ভাব ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং বলেন, "পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ভাইরাস যেন আরো মানুষের মধ্যে সংক্রমিত হতে না পারে তা নিশ্চিত করতে আমাদের অতিস্বত্ত্বর কার্যক্রম জোরদার করতে হবে।"
তিনি বলেন, "বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এটি যদিও একটি ইঙ্গিত যে ভাইরাস সংক্রমণ বিষয়ক নজরদারি কার্যকরভাবে হচ্ছে, তবে কোভিড-১৯ প্রতিহত করতে যে আমাদের আরো জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে সেটিও স্পষ্ট।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ গুরুত্ব দিচ্ছে শনাক্তকরণ, পরীক্ষা, চিকিৎসা, আইসোলেশন ও রোগীর সাথে কারা মেলামেশা করেছিলেন তাদের শনাক্তের ওপর।
ডক্টর ক্ষেত্রপাল সিং হাত ধোয়া, হাঁচি ও কাশি নিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে মানুষ থেকে দূরে থাকার ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, "শুধু এগুলো মেনে চলার মাধ্যমে সংক্রমণ কমানোর সম্ভাবনা তৈরি হয়।"
তবে বিশেষ সম্প্রদায়ের মধ্যে যদি ভাইরাস ছড়িয়েই পড়ে, সেক্ষেত্রে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে দেশগুলোকে আরো শক্ত পদক্ষেপ নিতে হবে।
আমি নিজেও শিওর ছিলাম না করোনার লক্ষণগুলো নিয়ে
হালকা ঠান্ডা সাথে হাঁচি কাশি হলেই আতঙ্কিত... তার উপর এখন আবার সিজেন চেইঞ্জ হচ্ছে (ফ্লু এর সিজন চলছে)
সব মিলিয়ে আতঙ্ক কমছেই নাই
আজকে হোম পেইজে WHO (ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান) এবং CDC (সেন্টার ফোর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান) এর সর্বশেষ গাইড লাইন অনুসারে তৈরি করা একটা বাংলা চার্ট পেলাম
ব্যাপারটা আশা করি আমাদের সকলের সহজে বুঝতে সুবিধা হবে।