Touristoo.com Cover Image
Категория
Путешествия и события
перевести   6 лет назад

Touristoo রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে ৩ রাত ০২ দিনের ট্যুরে যাচ্ছে আগামী ২৫ অক্টোবর ২০১৮ ইং,
আপনি যাচ্ছেন তো ❓
ভ্রমণ বিবরণী:
* যাত্রা শুরু: ২৫ অক্টোবর ২০১৮ রাত ১০: ০০ মিনিট,(আব্দুল্লাহপুর থেকে বাসে) রাতে কুমিল্লা যাত্রা বিরতি (নুরজাহান হোটেলে) সকালে আমরা নামবো মানিকছড়ি বাজারে। সেখানে সকালের নাস্তা করবো। তারপর মানিকছড়ি থেকে চাদের গাড়িতে বগাছড়ি। সেখান থেকে প্রায় ১ঘন্টা পাহাড়ি পথ পেড়িয়ে যাবো নানিয়ারচর গ্রামে সেখানে আমাদের জন্য কটেজ ও দুপুরের খাবার থাকবে। তারপর আমরা সন্ধ্যা পর্যন্ত যেসব যায়গা ঘুরতে যাবো(মালছরি, গিলাছড়ি, কালাপাহাড়, চাকমাপাড়া ইত্যাদি। রাতে আমরা পাহাড়ের উপর বারবিকিউ পার্টি করবো সাথে আরো থাকবে পাহাড়ী বিভিন্ন ফল সহ গানবাজনার ব্যবস্থা। ২য় দিন সকালে নাস্তা করে চাদের গাড়িতে আমরা চলে যাবো রিজার্ভ বাজার সেখানে থেকে ঘুরতে ঘুরতে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। দুপুরের খাবার শেষ করে ঝুলন্ত ব্রিজ থেকে নৌকা বা ট্রলার নিয়ে চলে যাবো কাপ্তাই বাঁধ,শুভালং দেখতে। সন্ধ্যার আগেই আমরা চলে আসবো রিজার্ভ বাজার সেখানে হালকা নাস্তা করে বাজার টা ঘুরে দেখবো। তারপর রাত ৮.০০ মিনিটে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

**জনপ্রতি -৪৩৫০ টাকা
(যাতায়াত ভাড়া, থাকা, খাওয়া, ঘুরাঘুরি সহ)
**যোগাযোগ: Touristoo
**হট লাইন: ০১৭১১৭৩১১৪৫
**বুকিং শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০১৮.

প্রয়োজনীয় জিনিসপত্র যা সাথে নিতে পারেন:
*গামসা ( তোয়ালা ওজন বাড়ায়) *প্যান্ট ও টি-শার্ট বা শার্ট (হালকা রঙের) যত কম নেয়া যায় *ব্রাশ *ছোট একটা পেস্ট *রাবারের স্যান্ডেল*লুঙ্গি*থ্রি কোয়ার্টার প্যান্ট*কেডস *চশমা অতিরিক্ত ১টি বা সানগ্লাস *মোবাইল ও ক্যামেরার অতিরিক্ত ব্যাটারি ও চার্জার *পেনড্রাইভ ও ডাটাক্যাবল *ছোট তালা * একটি করে সচল সিমকার্ড *ডিজিটাল ক্যামেরা গলায় ঝুলানোর জন্য বড় ফিতা *মাল্টিপ্লাগ *মোটা মোজা *মোবাইলে ইন্টারনেট সংযোগ ও পর্যাপ্ত ব্যালেন্স *ক্যাপ *সানস্ক্রিন লোশন।

  • Мне нравится
  • Люблю
  • HaHa
  • WoW
  • Грустный
  • Сердитый

image
  • Мне нравится
  • Люблю
  • HaHa
  • WoW
  • Грустный
  • Сердитый